CWG 2022 | Shiva Thapa: পাক প্রতিদ্বন্দ্বীকে গুঁড়িয়ে প্রি-কোয়ার্টারে ভারতের শিবা
পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়ন শিবার সামনে এদিন ওয়াঘার ওপারের বক্সার কার্যত দাঁড়াতেই পারেননি। থাপা এদিন রিংয়ে রাজত্ব করলেন রীতিমতো।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা বক্সার শিবা থাপা (Shiva Thapa) দুরন্ত জয়ে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অভিযান শুরু করেছেন বার্মিংহ্যামে। শুক্রবার অর্থাৎ আজ লাইট ওয়েল্টার ওয়েটের ৬৩.৫ কেজি বিভাগে পাক প্রতিদ্বন্দ্বী সুলেমান বালোচকে (Suleman Baloch) ৫-০ গুঁড়িয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন শিবা। পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়ন শিবার সামনে এদিন ওয়াঘার ওপারের বক্সার কার্যত দাঁড়াতেই পারেননি। থাপা এদিন রিংয়ে রাজত্ব করলেন রীতিমতো। এদিন ১০ মিনিটেরও কম সময়ে বালোচকে রিংয়ে ধরাশায়ী করেন ভারতের বক্সার। রাউন্ড অফ সিক্সটিনে ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী স্কটল্য়ান্ডের প্রতিযোগী রেসি লিঞ্চের মুখোমুখি হবেন শিবা।
আরও পড়ুন: CWG 2022 | Alysha Newman: সোনা জয়ী এই লাস্যময়ী অ্যাথলিটকে 'অন্য'ভাবে দেখতে টাকা খরচ করেন ফ্যানরা!
অন্যদিকে বার্মিংহ্যামে জিতেই অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এদিন কমনওয়েলথ গেমসের প্রথম দিনে মণিকা বাত্রারা ৩-০ উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। ভারত দাপটের সঙ্গেই খেলল এদিন। অন্যদিকে ২৪ বছর পর ফের ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে কমনওয়েলথ গেমসে। ৯৮-তে ছিল পুরুষদের ক্রিকেট। এবার ২০২২-এ মহিলাদের ক্রিকেট। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে ছিল হরমনপ্রীত কউরের ভারত। কিন্তু মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচেই হেরে বসল টিম ইন্ডিয়া। ২০ ওভারের ম্য়াচে প্রথম ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। জবাবে এক ওভার হাতে রেখে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।
আরও পড়ুন: CWG 2022 | IND vs AUS: প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে বসল হরমনপ্রীতের ভারত
আরও পড়ুন: CWG 2022 | Manika Batra: বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ অভিযান শুরু করলেন মণিকারা