এবার আফ্রিকায় বসবে কমনওয়লেথ গেমসের আসর, ২০২২-এর গেমস ডারবানে
বিশ্বকাপ ফুটবলের পর এবার কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে আফ্রিকায়। ২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকার শহর ডারবান। এখনও পর্যন্ত একবারও আফ্রিকার কোনও শহরে বসেনি অলিম্পিকের আসর। বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজনের পর আফ্রিকা এখন স্বপ্ন দেখছে বিশ্বের সবচয়ে বড় খেলার আসর অলিম্পিক আয়োজনের। সেই হিসেবে দেখলে ২০২২ কমনওয়েলথ গেমস ডারবানে হতে চলায় অলিম্পিক আয়োজনের দিকে একধাপ এগিয়ে গেল আফ্রিকা।
![এবার আফ্রিকায় বসবে কমনওয়লেথ গেমসের আসর, ২০২২-এর গেমস ডারবানে এবার আফ্রিকায় বসবে কমনওয়লেথ গেমসের আসর, ২০২২-এর গেমস ডারবানে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/09/02/42209-dur.jpg)
ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের পর এবার কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে আফ্রিকায়। ২০২২ কমনওয়েলথ গেমসের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকার শহর ডারবান। এখনও পর্যন্ত একবারও আফ্রিকার কোনও শহরে বসেনি অলিম্পিকের আসর। বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজনের পর আফ্রিকা এখন স্বপ্ন দেখছে বিশ্বের সবচয়ে বড় খেলার আসর অলিম্পিক আয়োজনের। সেই হিসেবে দেখলে ২০২২ কমনওয়েলথ গেমস ডারবানে হতে চলায় অলিম্পিক আয়োজনের দিকে একধাপ এগিয়ে গেল আফ্রিকা।
প্রসঙ্গত, ২০১০ সালে ভারত কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল, ২০১৪ সালে গ্লাসগোয় আয়োজন হয় এই গেমস। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের আশর বসবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে।
৫৪-সদস্যবিশিষ্ট কমনওয়েলথভূক্ত দেশসহ ৭১টি দেশ কমনওয়েলথ গেমসে অংশ নেয়।