ডার্বির জন্য বাগানকে অযথা চাপ দিতে চান না কোচ

ডার্বি ম্যাচের আগে ফুটবলারদের শরীরী ভাষাতে সেই আগ্রাসন কোথায়! মরসুমের শেষ ডার্বি ম্যাচ। কোচ করিমেরও মোহনবাগান জার্সিতে সম্ভবত শেষ ডার্বি। কিন্তু মোহনবাগান মাঠে সকালে দলের অনুশীলন তো আর পাঁচটা দিনের মতই। আসলে করিম ডার্বির জন্য বিশেষ অনুশীলন করিয়ে বা ভোক্যাল টনিকে ফুটবলারদের অযথা চাপ বাড়াতে নারাজ। তবে আশা ছাড়েনি ইস্টবেঙ্গল।

Updated By: Feb 28, 2014, 08:49 PM IST

ডার্বি ম্যাচের আগে ফুটবলারদের শরীরী ভাষাতে সেই আগ্রাসন কোথায়! মরসুমের শেষ ডার্বি ম্যাচ। কোচ করিমেরও মোহনবাগান জার্সিতে সম্ভবত শেষ ডার্বি। কিন্তু মোহনবাগান মাঠে সকালে দলের অনুশীলন তো আর পাঁচটা দিনের মতই। আসলে করিম ডার্বির জন্য বিশেষ অনুশীলন করিয়ে বা ভোক্যাল টনিকে ফুটবলারদের অযথা চাপ বাড়াতে নারাজ। তবে আশা ছাড়েনি ইস্টবেঙ্গল।

করিমের মত আর্মান্দোরও হয়তো এটা শেষ ডার্বি। তাই শিল্ড, ফেড কাপ হাতছাড়া হওয়ার পর ডার্বি জিতে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চান আর্মান্দো। মরসুমের শেষ ডার্বিতে দুই প্রধানই চাইছে, সম্মান লড়াইয়ে উত্তীর্ণ হতে।

.