পদ্মাপারে কামাল- ঢাকা মহমেডানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

Updated By: Oct 28, 2015, 09:36 PM IST
পদ্মাপারে কামাল- ঢাকা মহমেডানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (৩) ঢাকা মহমেডান (০)
ওয়েব ডেস্ক: ঢাকা মহমেডানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশে শেখ কামাল টুর্নামেন্টের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। বিদেশি দলের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার ট্র্যাডিশন ওপার বাংলাতেও বজায় রাখল লালহলুদ। বিদেশি দলের বিরুদ্ধে ২০০তম ম্যাচে অপ্রতিরোধ্য বিশ্বজিত ভট্টাচার্যের দল। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামে শেষচারের দ্বৈরথে জ্বলে উঠলেন র‍্যান্টি মার্টিন্স। নাইজেরিয়ান গোলমেশিনের জোড়া গোলে সাহায্যে সেমিফাইনালে ঢাকা মহমেডানকে দাঁড়াতেই দিল না মশাল বাহিনী।

 ম্যাচের আট মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন র‍্যান্টি। বিরতির আগে অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে জমে ওঠে ম্যাচ। লালহলুদ রক্ষণ রুকে না দাঁড়ালে বিরতির আগেই ম্যাচে ফিরতে পারত হোম টিম। অন্যদিকে ফাঁকা গোলে বল ঠেলতে পারেনি ওরোক ওরোক। ম্যাচ ৪৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রফিক। ৫৮ মিনিটে র‍্যান্টির দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। লালহলুদের ফাইনালে রাস্তা তখনই পাকা হয়ে যায়। জোড়া গোল করে ম্যাচের নায়ক র‍্যান্টি মার্টিন্স। শুক্রবার ফাইনালে চট্টগ্রাম আবহনীর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

.