নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের সংঘাত মেটাতে এবার আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' প্রকল্পের সূচনা-অনুষ্ঠানে চুক্তিজট কাটানোর আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু শ্রী সিমেন্ট সরে যাওয়ায় বিরক্ত হন মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গল যাতে আইএসএল খেলে তা নিশ্চিত করতে তিনি যে ব্যবস্থা নেবেন, তা বুঝিয়ে দেন সোমবার বিকেলের সাংবাদিক বৈঠকে। মমতা (Mamata Banerjee) বলেন,'ইস্টবেঙ্গলের মতো ক্লাব, যার একটা ঐতিহ্য আছে। আমরা চাই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান আইএসএলে খেলুক। মোহনবাগান খেলছে আমরা খুশি। ইস্টবেঙ্গল খেললেও খুশি হব। আমরা যে বিরক্ত সেটা আমরাও জানাব। সময় কম। তবে দেখি কী হয়! ইস্টবেঙ্গল ক্লাবের বিপদে সবার এগিয়ে আসা উচিত।'


তার আগে শ্রী সিমেন্টের (Shree Cement) ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন মমতা  (Mamata Banerjee)। তিনি জানান,'আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে তারা করতে পারবে না। এই শেষ সময়ে! এটা খুব ব্যাড অ্যাটিটিউড। একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে শেষ মুহূর্তে বলছে আমি কিছু করতে পারব না! এর জন্য আমরা প্রত্যেকে দুঃখিত এবং বিরক্ত। তাহলে এক বছর ধরে কথা চালালেন কেন?'


উল্লেখ্য গতবারও এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। স্পনসরের অভাবে আইএসএল খেলা হচ্ছিল না ইস্টবেঙ্গলের। মমতার দৌত্যেই আইএসএল-র দরজা খোলে লাল হলুদের। এবারও একই ভূমিকায় তিনি। ফলে আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।   


আরও পড়ুন- Covid-19: পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পর খুলবে স্কুল, জানিয়ে দিলেন Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)