পেনকে ছেড়ে সুয়েকাকে দলে চায় ইস্টবেঙ্গল

আগামী মরসুমে ইস্টবেঙ্গলেই থাকছেন চিডি। নাইজেরীয় স্ট্রাইকারের সঙ্গে কথা অনেকটাই এগিয়ে গেছে লাল-হলুদের। বাজেটের সমস্যা থাকলেও কয়েকদিনের মধ্যেই চিডির সঙ্গে চুক্তি সেরে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ওপারা-র সঙ্গেও কথা এগিয়েছে লাল-হলুদের। তবে নাইজেরীয় ডিফেন্ডারের কাছে বেশ কয়েকটা দলের অফার রয়েছে। তাই চুক্তি চূড়ান্ত করার আগে কিছুটা দেখে নিতে চাইছেন।

Updated By: May 7, 2013, 06:16 PM IST

আগামী মরসুমে ইস্টবেঙ্গলেই থাকছেন চিডি। নাইজেরীয় স্ট্রাইকারের সঙ্গে কথা অনেকটাই এগিয়ে গেছে লাল-হলুদের। বাজেটের সমস্যা থাকলেও কয়েকদিনের মধ্যেই চিডির সঙ্গে চুক্তি সেরে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ওপারা-র সঙ্গেও কথা এগিয়েছে লাল-হলুদের। তবে নাইজেরীয় ডিফেন্ডারের কাছে বেশ কয়েকটা দলের অফার রয়েছে। তাই চুক্তি চূড়ান্ত করার আগে কিছুটা দেখে নিতে চাইছেন।
তবে পেনের ওপর সম্ভবত কোপ পড়তে চলেছে। পেনের জায়গায় সুয়েকাকেই পেতে চাইছে লাল-হলুদ। অনেক আগে থেকে মোহনবাগান সঞ্জু প্রধান আর নওবা সিংয়ের জন্য ঝাঁপালেও, বাজেট সমস্যায় এখন অনেকটাই পিছিয়ে এসেছে। যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গলেই থেকে যেতে পারেন এই দুজনে।
এদিকে ফেভারিট হিসাবে শুরু করেও ইস্টবেঙ্গলের দেশের সেরা টুর্নামেন্ট জিততে না পারার পোস্টমর্টেম চলছেই।আই লিগ জিততে না পারার জন্য কলকাতার ক্লাবগুলোর ঠাসা ক্রীড়াসূচিকেই দায়ী করছেন ইস্টবেঙ্গল অধিনায়ক সঞ্জু প্রধান। প্রকাশ্যে না বললেও, ইস্টবেঙ্গলের অনেক ফুটবলারই মনে করেন গোয়ার মত কলকাতার দলগুলোরও ঘরোয়া লিগে সেরা দল নিয়ে না খেলাই উচিত।

.