ওয়েব ডেস্ক : প্রতীক্ষার অবসান। মরশুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে আগামী ২৪ সেপ্টেম্বর। শারদ উতসবের প্রাক্কালে চতুর্থীর দিন কলকাতা প্রিমিয়ার লিগের মেগা ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার লিগের শেষদিকের সূচি প্রকাশ করে আইএফএ। মনে করা হচ্ছে উতসবের মেজাজে হতে চলা এই ডার্বি ম্যাচেই লিগের ফয়সালা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিতে হার সাইনার


শিলিগুড়িতে বড় ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। আগামী বৃহস্পতিবার কলকাতায় আসবেন শিলিগুড়ি স্টেডিয়ামের আধিকারিকরা। আইএফএ সচিবের সঙ্গে বৈঠকে বসবেন তারা। আইএফএ সচিব উতপল গাঙ্গুলি অবশ্য মনে করছেন বণ্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় শিলিগুড়িতে ডার্বি করতে সমস্যা হবে না। বড় ম্যাচ ছাড়াও দুটো মিনি ডার্বির দিনও চূড়ান্ত হয়ে গেল। দশই সেপ্টেম্বর মোহনবাগান-মহমেডান ম্যাচ। ষোলই সেপ্টেম্বর মহমেডানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। দুটো মিনি ডার্বি হবে কল্যাণীতে। এ ছাড়াও ৬ই সেপ্টেম্বর রেনবোর মুখোমুখি হবে মোহনবাগান। তারপরের দিন পাঠচক্রের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।