জর্ডন গেল ইস্টবেঙ্গল

এএফসি কাপের ম্যাচ খেলতে জর্ডন উড়ে গেল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে ইয়েমেনের আল আরুবার মুখোমুখি হবেন টোলগেরা। ইয়েমেনের পরিস্থিতি স্বাভাবিক না-থাকায় নিরপেক্ষ দেশ জর্ডনে ম্যাচটি খেলবে লাল-হলুদ শিবির।

Updated By: Apr 22, 2012, 11:31 PM IST

এএফসি কাপের ম্যাচ খেলতে জর্ডন উড়ে গেল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে ইয়েমেনের আল আরুবার মুখোমুখি হবেন টোলগেরা। ইয়েমেনের পরিস্থিতি স্বাভাবিক না-থাকায় নিরপেক্ষ দেশ জর্ডনে ম্যাচটি খেলবে লাল-হলুদ শিবির। শনিবারই আই লিগের ম্যাচ খেলে শহরে ফিরেছিলেন পেনরা। খেলার পাশাপাশি ক্রমাগত সফর করে ক্লান্ত দলের ফুটবলাররা। তাই রবিবার সকালে দলের অনুশীলনে ছুটি দিয়েছিলেন মরগ্যান। একেবারে জর্ডনে পৌঁছেই দলকে অনুশীলন করাবেন লাল-হলুদ কোচ। এখনও এএফসি কাপে একটাও ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। তাই জর্ডন থেকে সম্মানজনক ফল করে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির।

.