টিম ইন্ডিয়ার ক্লাসরুমের গল্প, কোহলি-ধোনিদের পড়াশুনার গণ্ডি কতদূর?

মাঠের গণ্ডি পেরিয়ে বলকে গ্যালারি পার করে গ্রাউণ্ডের বাইরে পার করতে মাহি এক নম্বর। ৯০ মিটার, ৯৪ মিটার , ১০৩ মিটারের গণ্ডি অনায়েশেই পার করেছেন মেন ইন ব্লু'র সেনাপতি মহেন্দ্র সিং ধোনি। ২২ গজে কঠিন কঠিন প্রশ্নের (পরিস্থিতির) উত্তর দিয়েছেন এক চুটকিতেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত কঠিন পরীক্ষাকেন্দ্রে একেবারে ১০০ নম্বর নিয়ে এসছেন বিরাট। আবার অস্বিন তো প্রশ্ন সেট করেছেন যে পরীক্ষক, তাঁদের কেই ঘূর্নিপাকে ফেলেছেন।

Updated By: Mar 31, 2016, 07:14 PM IST
টিম ইন্ডিয়ার ক্লাসরুমের গল্প, কোহলি-ধোনিদের পড়াশুনার গণ্ডি কতদূর?

ওয়েব ডেস্ক: মাঠের গণ্ডি পেরিয়ে বলকে গ্যালারি পার করে গ্রাউণ্ডের বাইরে পার করতে মাহি এক নম্বর। ৯০ মিটার, ৯৪ মিটার , ১০৩ মিটারের গণ্ডি অনায়েশেই পার করেছেন মেন ইন ব্লু'র সেনাপতি মহেন্দ্র সিং ধোনি। ২২ গজে কঠিন কঠিন প্রশ্নের (পরিস্থিতির) উত্তর দিয়েছেন এক চুটকিতেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত কঠিন পরীক্ষাকেন্দ্রে একেবারে ১০০ নম্বর নিয়ে এসছেন বিরাট। আবার অস্বিন তো প্রশ্ন সেট করেছেন যে পরীক্ষক, তাঁদের কেই ঘূর্নিপাকে ফেলেছেন।

একনজরে মেন ইন ব্লু'র পাঠশালা-

মহেন্দ্র সিং ধোনি- ২টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি বিশ্বের সবথেকে ঠাণ্ডা মাথার খেলোয়াড় হিসেবেই পরিচিত। তবে বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশারও তিনি। মাহি সেন্ট জেভিয়ার কলেজ মুম্বই থেকে বি.কম পাস করেছেন।   

বিরাট কোহলি- ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশাল ভারতী বিদ্যালয়ে পড়াশুনার পাঠ শুরু। ক্লাস নাইনে চলে যান জেভিয়ার কনভেন্টে। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেখানেই। ক্লাস টিচারদের কাছে খুবই পছন্দের ছিলেন বিরাট।

রবিচন্দ্রন অস্বিন- পদ্ম শেষাদ্রি বালা ভবন থেকে প্রথম স্কুলিং। পরের পড়াশুনা সেন্ট বেডে। SSN ইঞ্জিয়ারিং কলজ থেকে বি.টেক করেন অস্বিন।

সুরেশ রায়না- জাতীয় দলে যোগদান করার আগে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন।

রোহিত শর্মা- প্রাথমিক শিক্ষা লেডি অব ভিলানকনি বিদ্যালয়ে। এরপর রোহিতের পাঠাশালা হয় স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে।

শিখর ধাওয়ান- জাতীয় দলে যোগদানের আগেই উচ্চমাধ্যমিক পাস করেছেন।

 

.