নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে বাতিলই হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার টেস্ট। ভারতীয় শিবিরে করোনাক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় টিম ইন্ডিয়া আর মাঠে দল নামাতে চায়নি। এরপর দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা শেষ টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই টেস্ট বাতিল হওয়ার পরেই চাঞ্চল্যকর এক খবর পাওয়া যাচ্ছে। ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট বলছে যে, ম্যাঞ্চেস্টার ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেটারদের  হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক মেসেজ এসেছিল। ঠিক কী কী মেসেজ পেয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা? একটি মেসেজে লেখা হয়েছিল, "ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। আপনারা সকলেই নিজেদের ঘরে থাকুন।" এর ঠিক ১০ মিনিট পরেই মেসেজ আসে, "আমরা আপনাদের ঘরে ব্রেকফাস্ট দিতে পারছি না। আপনারা রেস্তোরাঁয় এসে নিজেদের মিল নিত পারেন।"


আরও পড়ুন: India vs England: ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে বিবৃতি বোর্ডের, সিরিজের ভাগ্য কোন পথে!


টিম ইন্ডিয়ার সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার করোনা পজিটিভ হন বুধবার সন্ধ্যায়। রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর ও  নীতিন প্যাটেলের পর পারমার করোনাক্রান্ত হওয়াতেই ম্যাঞ্চেস্টার টেস্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরপর ভারতীয় দলের সকল ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ হওয়ায় খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষমেষ টেস্ট বাতিল হয়ে যায়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)