মইন মন্ত্রে গৃহযুদ্ধে জয় ইংল্যান্ডের

Updated By: Feb 23, 2015, 11:49 AM IST
মইন মন্ত্রে গৃহযুদ্ধে জয় ইংল্যান্ডের

ইংল্যান্ড ৩০৩/৮। স্কটল্যান্ড-১৮৪ (৪২.২ ওভার)
ইংল্যান্ড ১১৯ রানে জয়ী। ম্যাচের সেরা- মইন আলি

ওয়েব ডেস্ক: লড়াইটা ছিল গ্রেট ব্রিটেনের গৃহযুদ্ধের। সেই গৃহযুদ্ধ শেষ অবধি ক্রিকেটীয় বিচারে ডেভিড বনাম গোলিয়াথের লড়াই হয়েই থাকল। পরপর দুটো ম্যাচে লজ্জার হারের পর জয়ে ফিরল ইংল্যান্ড। সোমবার ক্রাইসচার্চে অনভিজ্ঞ স্কটল্যান্ড ১১৯ রানে হারাল ইয়ন মর্গ্যানের দল। জয়ের মূল কারিগর মইন আলি। শতরানের করার পাশাপাশি হাত ঘুরিয়ে দুই উইকেট নিলেন ইংল্যান্ডের দাড়িওয়ালা এই ক্রিকেটার। রানের মধ্যে ফিরলেন ইয়ন মরগ্যান (৪৬)।

তবে ১০৭ বলে মইনের ১২৮ রানটাই ম্যাচের প্রধান আকর্ষণ হয়ে থাকল। নিউজিল্যান্ডের কাছে ১২৩ রানে অল আউঠ হওয়া ইংল্যান্ড আজ দুর্বল স্কটিশ বোলিং লাইনআপের সুযোগ নিয়ে করল ৩০৩ রান। জবাবে ব্যাট করতে নেমে কখনই লড়াইয়ে ছিল না স্কটল্যান্ড। যেটুকু প্রতিরোধ গড়ার গড়লেন কেইলি কোয়াত্জার (৭১)।

তিন ম্যাচ খেলে একটা জয় পাওয়া ইংল্যান্ডকে নক আউট রাউন্ডে জিততে হলে পরের তিনটে খেলায় জিততে হবে। পরের ম্যাচে ১ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের কাছে ম্যাচটা ডু অর ডাই। কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পর গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে।

.