নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন ক্যাপ্টেন ও সেই দেশের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) হয়েছেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ। বেন স্টোকসদের (Ben Stokes) সঙ্গে শুরু করছেন কেরিয়ারের নতুন অধ্যায়। ম্যাকালামে প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট আগামী জুনে ইংল্যান্ডের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজ দিয়ে (England VS New Zealand)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল ম্য়াকালাম জমানায় ব্রাত্য নন ইংল্য়ান্ডের দুই স্পিডস্টার-জেমস অ্যান্ডারসন (James Anderson) ও স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। অ্যান্ডারসন-ব্রডের প্রত্যাবর্তনেই বেছে নেওয়া হয়েছে দল। গত ফেব্রুয়ারিতে অ্যাশেজে ৪-০ ধরাশায়ী হয়েছিল ইংল্যান্ড। এরপরেই ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়েন তাঁরা। ফের দলে ফিরলেন দুই ব্রিটিশ মহারথী। যাঁদের যুগলবন্দিতে এসেছে ১১৭৭টি টেস্ট উইকেট। 


ইংল্যান্ড পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন যে, স্টোকস-ম্যাকালামের হাত ধরে নতুন যুগের শুভারম্ভ হচ্ছে। এই দল তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণেই বেছে নেওয়া হয়েছে। হ্যারি বুক ও ম্যাটি পটসের মতো ক্রিকেটাররা দুরন্ত কাউন্টি ক্রিকেট খেলেই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড দল: অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes,C), জো রুট (Joe Root), জেমস অ্যান্ডারসন (James Anderson), জনি বেয়ারস্টো (Jonny Bairstow), স্টুয়ার্ট ব্রড (Stuart Broad), হ্যারি ব্রুক (Harry Brook), জ্যাক ক্রলে (Zak Crawley), বেন ফোকস (Ben Foakes), জ্যাক লিচ (Jack Leach), অ্য়ালেক্স লিস (Alex Lees), ক্রেইগ ওভারটন (Craig Overton), অলি পপ (Ollie Pope) ও ম্যাথিউ পটস (Matthew Potts)


আরও পড়ুন: Matthew Mott: অজিদের তিনবার বিশ্বচ্যাম্পিয়ন করিয়েছেন, এবার মর্গ্যানদের মাথায় এই কোচ


আরও পড়ুনRavi Shastri: তিন-চারে ভয়ঙ্কর এই ব্যাটার! ভারতীয় দলে খেলা সময়ের অপেক্ষা! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)