জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট স্বস্তির খবর ভারতীয় দলে (Team India)। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে রাহুল দ্রাবিড়রা (Rahul Dravid) বাড়তি অক্সিজেন পেয়ে গেলেন। কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে গেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় তাঁর নিভৃতবাস কাটল অবশেষে। ইংল্যান্ডের স্বাস্থ্যবিধি মেনে কোনও ক্রিকেটার কোয়ারেন্টাইনের পর্ব শেষ করলে, তাঁকে বাধ্যতামূলক ভাবে কার্ডিওভাসকুলার পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় দেখে নেওয়া হবে কোভিডের পর ক্রিকেটারের ফুসফুস কেমন ভাবে কাজ করছে। এবার রোহিতকেও দিতে হবে সেই পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিতের মেডিক্যাল আপডেট দিয়েছে সংবাদসংস্থা পিটিআই। বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই রিপোর্ট করেছে। "রোহিতের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনেই ও এখন কোয়ারেন্টিনের বাইরে। যদিও ও নর্দ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে এদিনের টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলছে না। প্রথম টি-২০ ম্যাচের আগে রোহিতের ট্রেনিং শুরু করতে সময় লাগবে। ওকে পুরোপুরি সেরে ওঠার সময় দিতে হবে।" আগামী ৭ জুলাই (বৃহস্পতিবার) সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ভারতের। সেই ম্যাচে রোহিত খেলছেন, তা এখনই বলে দেওয়া যায়। তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হলেই দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।


তিন ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন করোনা আক্রান্ত হওয়ায় চলতি এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। ৩৫ বছরের ক্রিকেটারের তিনবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। এজবাস্টন টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন রোহিত। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল। তবে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে যাননি ভারতের অধিনায়ক। তখন থেকেই রোহিতের অনুপস্থিতি নিয়ে জল্পনা বাড়তে থাকে। পরে জানা যায় রোহিতের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। রোহিতের বদলে অধিনায়কত্বের ব্যাটন ওঠে জসপ্রীত বুমরার হাতে।


আরও পড়ুন: Jonny Bairstow: 'মুখ বন্ধ করে' ব্যাট করতে বলেছিলেন বিরাট! শতরান হাঁকিয়ে জবাব বেয়ারস্টোর


আরও পড়ুনIndia vs England: বুমরার অবিশ্বাস্য ক্যাচে হতবাক বাইশ গজ! বার্মিংহ্যামে ফের ব্যাট করছে বৃষ্টি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)