UEFA EURO 2020: মাঠেই অজ্ঞান ডেনমার্কের Christian Eriksen! ম্যাচ স্থগিত

ম্যাচটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি।

Updated By: Jun 13, 2021, 01:18 AM IST
UEFA EURO 2020: মাঠেই অজ্ঞান ডেনমার্কের Christian Eriksen! ম্যাচ স্থগিত

নিজস্ব প্রতিবেদন: উয়েফা ইউরোয় ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন গোটা বিশ্বের বুকে কাঁপুনি ধরে গিয়েছিল। খেলতে খেলতে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen)। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসায় মাঠে নেমে পড়ে মেডিক্যাল দল। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়। এরকিসনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়ে। মাঠে উপস্থিত তাঁর স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীকে নিয়ে মাঠ ছাড়েন।

Copa America 2021: টুর্নামেন্ট শুরুর দু'দিন আগে ভেনেজুয়েলার ১২ জনের COVID-19 রিপোর্ট পজিটিভ!

পরিস্থিতি এমনই হয় যে, ম্যাচটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। টুইট করে উয়েফা জানিয়ে দেয় যে, 'মেডিক্যাল এমার্জেন্সি'র জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই স্বস্তির খবর চলে আসে যে, এরকিসনের আর কোনও প্রাণ সংশয়ের ভয় নেই। উয়েফা টুইট করে জানিয়ে দেয় যে, এরিকসনের অবস্থা এখন স্থিতিশীল। মেডিক্যাল টিম ও ইউরোর পরিচালকদের তৎপরতায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.