Wriddhimam Saha Exclusive: বিতর্কিত টুইট সিরিজ থেকে IPL-এ নতুন অঙ্গীকার, অকপট ঋদ্ধিমান

জি ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে অকপট ঋদ্ধিমান সাহা

Updated By: Feb 24, 2022, 10:59 AM IST
Wriddhimam Saha Exclusive: বিতর্কিত টুইট সিরিজ থেকে IPL-এ নতুন অঙ্গীকার, অকপট ঋদ্ধিমান
অকপট ঋদ্ধিমান সাহা

সব্যসাচী বাগচী: বিতর্ক থেকে সবসময় দূরে থেকেছেন। কিন্তু গত কয়েকটাদিন এই বিতর্কই তাঁর সঙ্গী। ভারতীয় টেস্ট দল থেকে বাদ যাওয়া থেকে টুইট বিতর্কের সিরিজ। না চাইলেও নিজেকে জড়িয়ে ফেলেছেন ঋদ্ধি। এ দিকে সামনেই আইপিএল। নতুন দল গুজরাত টাইটানসের হয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন 'সুপারম্যান'। 

বিতর্কিত টুইট সিরিজ থেকে ভারতীয় দল থেকে চিরতরে বাদ যাওয়া। হেড কোচ রাহুল দ্রাবিড়ের মন্তব্য থেকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত মেসেজ সামনে নিয়ে আসা। একাধিক ইস্যু নিয়ে জি ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন ঋদ্ধি। 

ঋদ্ধির পুরো সাক্ষাৎকার দেখুন এই ভিডিও-তে

আরও পড়ুন: Wriddhiman Saha: 'সাংবাদিকের নাম বলব না'! ঋদ্ধির পাশে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আরও পড়ুনBCCI On Wriddhiman Saha: ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'! তদন্তকারী সংস্থার দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.