Exclusive Nishad Kumar: আমার পদক গোটা দেশ ও মাকে উৎসর্গ করছি
`এই বছরটা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য দারুণ গিয়েছে। সকলের জন্য আমরা গর্বিত।`
অকর্দীপ্ত মুখোপাধ্যায়: প্যারালিম্পিক্সে ভারতকে দেশকে রুপো এনে দিয়েছেন হাই জাম্পার নিষাদ কুমার। হাই জাম্পের টি-৪৭ ফাইনালে ২.০৬ মিটার (এশিয়ান রেকর্ড) লাফিয়ে দেশকে রুপো এনে দিয়েছেন তিনি। রুপো জেতার পর নিষাদ কথা বলেছিলেন জি ২৪ ঘণ্টার সঙ্গে।
প্রশ্ন: নিষাদ এই রুপোর পদক জয়ের অনুভূতি কেমন?
উত্তর: খুব ভাল লাগছে। খুব খুশি হয়েছি আমি। এটা আমার প্রথম অলিম্পিক্স। কিন্তু কোনও প্রেশার ছিল না। নার্ভাসও হইনি। জাতীয় ক্রীড়া দিবসে পদক জেতার তাৎপর্যই আলাদা। এই পদক আমি গোটা দেশ ও আমার মাকে উৎসর্গ করছি।
প্রশ্ন: পদক জয়ের পর বাড়ির প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: বাড়িতে সকলেই খুশি হয়েছেন। বাবা-মা খুবই আনন্দিত।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিলেন Sumit Antil
প্রশ্ন: নিষাদ আপনার অলিম্পিক্স প্রস্তুতি কেমন ছিল? পদকের আশা করেছিলেন?
উত্তর: প্রস্তুতি আমার ভালই হয়েছিল। ভাবিনি যে পদক পাব। কোচ ও সকলে খুশি হয়েছেন।
প্রশ্ন: আপনি ফাইনালে ১.৮৯ মিটার জাম্প দিয়ে শুরু করেছিলে ২.০৬ মিটারের এশিয়ান রেকর্ড করেন। কী বলবেন?
উত্তর: আমি আরও ভাল লাফাতে পারতাম। যা প্রস্তুতি ছিল অনেক ভাল হতে পারত। কোচ থেকে শুরু করে সকলের আমার ওপর প্রত্যাশা ছিল। পদক জিতে আমি খুশি।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: ব্রোঞ্জ জিতেও খোয়ালেন Vinod Kumar!
প্রশ্ন: আপনার এই যাত্রা যদি আমাদের সংক্ষেপে বলেন।
উত্তর:২০০৯ সাল থেকে স্কুল পর্যায়ে আমি হাই জাম্প শুরু করি। মা-বাবা ও পরিবারের সমর্থন ছিল সবসময়। প্রাইভেট স্কুলে পড়ার পাশাপাশি এই প্রশিক্ষণ ও চর্চার জন্য যে খরচ হতো, সেগুলোও তাঁরা বহন করেছেন। ২০১৮ সালে জাতীয় স্তরে খেলি। নাসিম আহমেদের কোচিংয়ে আমার প্রশিক্ষণ চলে। এভাবেই এগিয়ে গিয়েছি।
প্রশ্ন: এবছর প্যারালিম্পিক্সে ভারতীয়দের এত ভাল পারফরম্যান্সের রহস্য কী?
উত্তর: প্রধানমন্ত্রী থেকে সাই, কেন্দ্রীয় মন্ত্রক সকলেই আমাদের পাশে ছিলেন। কোভিডের জন্য অনেকেরই সমস্যা হয়েছে। আমিও ৫ দিন হাসপাতালে ছিলাম। কিন্তু সব মিলিয়েই আমরা সকলেই পরিশ্রম করেছি।
প্রশ্ন: টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স কি আপনাদের অনুপ্রাণিত করছে?
উত্তর: অবশ্যই আমরা অনুপ্রাণিত হয়েছি। তবে এই বছরটা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য দারুণ গিয়েছে। সকলের জন্য আমরা গর্বিত।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: অনন্য কৃতিত্বে দেশের সোনালী ইতিহাসে থাকবেন Avani Lekhara
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)