Tokyo Paralympics 2020: অনন্য কৃতিত্বে দেশের সোনালী ইতিহাসে থাকবেন Avani Lekhara

| Aug 30, 2021, 14:25 PM IST
1/6

অবনী লেখারা

Avani Lekhara

রবির পদক জয়ের রেশ সোমের সকালেও থাকল। শুটিংয়ে দেশকে সোনা এনে দেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন তিনি।

2/6

অবনী লেখারা

Avani Lekhara

২৪৯.৬ স্কোর করে সোনার মেয়ে অবনী বিশ্বরেকর্ডও করেন।

3/6

অবনী লেখারা

Avani Lekhara

অলিম্পিক্স হোক বা প্যারালিম্পিক্স! অবনীই প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয়ের অনন্য় নজির গড়লেন।

4/6

অবনী লেখারা

Avani Lekhara

১৯ বছর বয়সে সোনা জিতলেন অবনী। এত কম বয়সী কোনও ভারতীয় মহিলা অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সের আসরে সোনা জেতেননি।

5/6

অবনী লেখারা

Avani Lekhara

রাজস্থানের জয়পুরের মেয়ে অবনী। সেখানেই আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি।

6/6

অবনী লেখারা

Avani Lekhara

মাত্র ১১ বছর বয়সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় অবনীর জীবনে নেমে আসে পক্ষাঘাত।