বার্সেলোনার নতুন কোচ ভালভের্ডে

বার্সেলোনায় শুরু হল আর্নেস্টো ভালভের্ডে জামানা। লুই এনরিকে চলে যাওয়ার দু দিনের মধ্যে তাদের নতুন কোচের নাম জানিয়ে দিল স্পেনের বিখ্যাত ক্লাবটি। আপাতত দু বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভালভের্ডে। তবে আরও একটা মরসুম ন্যুক্যাম্পে থাকার সুযোগ থাকছে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রাক্তন কোচের। ভালভের্ডের দর্শনের সঙ্গে বার্সেলোনার দর্শনের অনেক মিল সেই কারণেই এনরিকের উত্তরসূরি হিসাবে আর্নেস্টো ভালভের্ডেকে বেছে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন বার্সা সভাপতি। দু বছর বার্সা জার্সিতে খেলেছিলেন মেসিদের হেডস্যার। তবে মেসি-নেইমার-সুয়ারেজদের কোচিং করানো যে আরও কঠিন,সেটা ভালই জানেন ভালভের্ডে। পেপ গুয়ার্দিওলা,টিটো ভিলানোভা,এনরিকে-বার্সার কোচ হিসাবে এরা প্রথম মরসুমেই লা লিগা জিতেছিলেন। সেই ট্র্যাডিশান মেনে রিয়ালের থেকে লা লিগা ছিনিয়ে আনাই প্রথম চ্যালেঞ্জ ভালভের্ডের।

Updated By: May 30, 2017, 10:42 PM IST
বার্সেলোনার নতুন কোচ ভালভের্ডে

ব্যুরো: বার্সেলোনায় শুরু হল আর্নেস্টো ভালভের্ডে জামানা। লুই এনরিকে চলে যাওয়ার দু দিনের মধ্যে তাদের নতুন কোচের নাম জানিয়ে দিল স্পেনের বিখ্যাত ক্লাবটি। আপাতত দু বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভালভের্ডে। তবে আরও একটা মরসুম ন্যুক্যাম্পে থাকার সুযোগ থাকছে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রাক্তন কোচের। ভালভের্ডের দর্শনের সঙ্গে বার্সেলোনার দর্শনের অনেক মিল সেই কারণেই এনরিকের উত্তরসূরি হিসাবে আর্নেস্টো ভালভের্ডেকে বেছে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন বার্সা সভাপতি। দু বছর বার্সা জার্সিতে খেলেছিলেন মেসিদের হেডস্যার। তবে মেসি-নেইমার-সুয়ারেজদের কোচিং করানো যে আরও কঠিন,সেটা ভালই জানেন ভালভের্ডে। পেপ গুয়ার্দিওলা,টিটো ভিলানোভা,এনরিকে-বার্সার কোচ হিসাবে এরা প্রথম মরসুমেই লা লিগা জিতেছিলেন। সেই ট্র্যাডিশান মেনে রিয়ালের থেকে লা লিগা ছিনিয়ে আনাই প্রথম চ্যালেঞ্জ ভালভের্ডের।

.