গড়াপেটার গুঞ্জন উড়িয়ে দিল ফেডারেশন
ইস্টবেঙ্গল-কালিঘাট ম্যাচকে ক্লিন চিট দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবার কালিঘাট এম এসকে ৪-৩ গোলে হারিয়েছিল লাল-হলুদ শিবির। তারপর এই ম্যাচকে ঘিরে গড়াপেটার গুঞ্জন উঠেছিল। কিন্তু ইস্টবেঙ্গল-কালিঘাট ম্যাচে গড়াপেটা বিতর্ককে ক্লোজ চ্যাপ্টার বলে উড়িয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
ইস্টবেঙ্গল-কালিঘাট ম্যাচকে ক্লিন চিট দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবার কালিঘাট এম এসকে ৪-৩ গোলে হারিয়েছিল লাল-হলুদ শিবির। তারপর এই ম্যাচকে ঘিরে গড়াপেটার গুঞ্জন উঠেছিল। কিন্তু ইস্টবেঙ্গল-কালিঘাট ম্যাচে গড়াপেটা বিতর্ককে ক্লোজ চ্যাপ্টার বলে উড়িয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল গ্রুপের ম্যাচে কালিঘাট এম এসকে ৪-৩ গোলে হারিয়েছিল লাল-হলুদ শিবির। হারতে হারতে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। তারপর এই নিয়ে শুরু হয় বিতর্ক। কিন্তু ফেডারেশন এই নিয়ে কোনও তদন্ত করতে নারাজ।ম্যাচ কমিশনারের রিপোর্ট পেয়েছেন ফেডারেশন সচিব কুশল দাস। সেই রিপোর্টে সন্তুষ্ট তিনি।নিজের রিপোর্টে ম্যাচ কমিশনার ইস্টবেঙ্গল-কালিঘাট ম্যাচকে ফেয়ার গেম বলেই উল্লেখ করেছেন।