ফাইনালে মুখোমুখি ফেডেরার ও অ্যান্ডি মারে

অলিম্পিক টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি ফেডেরার ও অ্যান্ডি মারে। নাদালহীন অলিম্পিকে সেমিফাইনালে ডেল পোর্টোকে কঠিন লড়াইয়ে হারিয়ে ফাইনালে পৌঁছে যান ফেডেরার। অন্য সেমিফাইনালে জোকোভিচকে হারিয়ে নিজের দেশের অলিম্পিকে ফাইনালে পৌঁছে গেলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে।

Updated By: Aug 4, 2012, 11:22 PM IST

অলিম্পিক টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি ফেডেরার ও অ্যান্ডি মারে। নাদালহীন অলিম্পিকে সেমিফাইনালে ডেল পোর্টোকে কঠিন লড়াইয়ে হারিয়ে ফাইনালে পৌঁছে যান ফেডেরার। অন্য সেমিফাইনালে জোকোভিচকে হারিয়ে নিজের দেশের অলিম্পিকে ফাইনালে পৌঁছে গেলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে।
চোটের জন্য শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন রাফায়েল নাদাল। আর সবার তাই নজর ছিল ফেডেরারের দিকে। মাস খানেক আগেই এখানে উইম্বলডন জিতেছিলেন ফেডেরার। তাই ফেভারিট ছিলেন তিনিই। শুক্রবার ফেড এক্সপ্রেস ডেলপোর্টোকে হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। প্রতিপক্ষের সঙ্গে কঠিন লড়াই করে অবশেষে ফাইনালে পৌঁছলেন তিনি। খেলার ফল তিন-ছয়,সাত-ছয়,উনিশ-সতেরো। অন্য সেমিফাইনালে জোকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে নিজের ঘরের মাটিতে ফাইনালে পৌঁছে গেলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। আবার ঘরের মাটিতে ফেডেরারের মুখোমুখি নাদাল। উইম্বলডন ফাইনালের মাত্র একমাস পরেই আবার অলিম্পিক টেনিস ফাইনালে ফেডেরার বনাম মারে।

.