তিন দিনে দক্ষিণ আফ্রিকায় তিন ক্রীড়াবিদের মৃত্যু , এবার ঘুসির আঘাতে মারা গেলেন মহিলা বক্সার
দক্ষিণ আফ্রিকায় ফের আরও এক ক্রীড়াবিদের মৃত্যু। এই নিয়ে চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রীড়াবিদ মারা গেলেন। গত ১০ অক্টোবর এক বক্সিং ম্যাচে প্রতিপক্ষের ঘুষিতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হন মহিলা বক্সার মওল মাউইলাসে। কোমায় চলে যাওয়ার পর আজ সেই মহিলা বক্সার মারা যান।
ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ফের আরও এক ক্রীড়াবিদের মৃত্যু। এই নিয়ে চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রীড়াবিদ মারা গেলেন। গত ১০ অক্টোবর এক বক্সিং ম্যাচে প্রতিপক্ষের ঘুষিতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হন মহিলা বক্সার মওল মাউইলাসে। কোমায় চলে যাওয়ার পর আজ সেই মহিলা বক্সার মারা যান।
এই পরপর তিন দিনে দক্ষিণ আফ্রিকায় তিনজন ক্রীড়াবিদ মারা গেলেন। গত শুক্রবার গাড়ি দুর্ঘটনায় মারা যান অলিম্পিক পদকজয়ী দৌড়বিদ মুলাউদজি। এরপর শনিবার আততায়ীর গুলিতে দেশের ফুটবল অধিনায়ক সেনজো মেয়িবা নিহত হন। এরপর আজ মারা গেলেন মহিলা বক্সার।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই সপ্তাহটা খুব কঠিন যাচ্ছে আমাদের।