মহিলা ফুটবলারদের ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত ফিফার

ফিফার তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই নতুন নিয়ম ফিফার শীলমোহর পাবে। 

Updated By: Dec 5, 2020, 03:46 PM IST
মহিলা ফুটবলারদের ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত ফিফার

নিজস্ব প্রতিবেদন : মহিলা ফুটবলারদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো জানান, যে সব ক্লাবকে মহিলা ফুটবলারদের সব মিলিয়ে ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং সন্তান জন্মের পর অন্তত ৮ সপ্তাহ ছুটি দিতে হবে।

একইসঙ্গে তিনি বলেন যে ছুটি শেষ হওয়ার পর ক্লাবে ফিরলে সংশ্লিষ্ট মহিলা ফুটবলারের জন্য যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রাখতে হবে। ইনফ্যান্টিনো বলেন, “মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলির দিকে চোখ রাখা বিশেষ প্রয়োজন। মহিলা ফুটবলারদের কেরিয়ার সুরক্ষিত করার প্রয়োজন। যদি মহিলা ফুটবলাররা মাতৃত্বকালীন ছুটি নেন, সেক্ষেত্রে তাদের ফুটবল মাঠে ফিরতে যাতে কোনও অসুবিধা যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।”

ফিফার তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই নতুন নিয়ম ফিফার শীলমোহর পাবে। বিশ্বব্যাপী এই নিয়ম বলবৎ হবে বলে জানিয়েছে ফিফা। কোচদের চাকরির নিরাপত্তার বিষয়েও ফিফা নতুন নিয়ম আনতে চলেছে।

আরও পড়ুন, পরের বছর শ্রীলঙ্কায় নিয়ে যাব, স্ত্রী সানিয়া মির্জাকে কথা দিলেন শোয়েব মালিক

.