ফিফা র্যাঙ্কিংয়ে আমেরিকা পৃথিবীর ১ নম্বর ফুটবল দেশ, প্রথম দশে নেই মেসির দেশ
অবাক হচ্ছেন? বর্তমানে গোটা বিশ্বের এক নম্বর খেলোয়াড় লিও মেসির দেশ আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম দশ দেশের মধ্যে নিজের স্থান পাকা করতে পারেনি। যে ক্লাবে খেলে বিশ্ব তাঁকে ফুটবলের রাজপুত্র বলেন সেই ফুটবল ক্লাব বার্সিলোনার দেশ স্পেন ও নেই প্রথম দশে। পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমারদের দেশ রয়েছে ৮ নম্বরে। প্রথমে আমেরিকা। হ্যাঁ। পেলের ফুটবল ক্লাব কসমস, ক্রুয়েফের ফুটবল ক্লাব অ্যাজট যে দেশে, সেই দেশের মহিলা ফুটবল দল সার বিশ্বে এক নম্বর। ফিফার তালিকায় ২ হাজার ১৭৪ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আমেরিকা।
ওয়েব ডেস্ক: অবাক হচ্ছেন? বর্তমানে গোটা বিশ্বের এক নম্বর খেলোয়াড় লিও মেসির দেশ আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম দশ দেশের মধ্যে নিজের স্থান পাকা করতে পারেনি। যে ক্লাবে খেলে বিশ্ব তাঁকে ফুটবলের রাজপুত্র বলেন সেই ফুটবল ক্লাব বার্সিলোনার দেশ স্পেন ও নেই প্রথম দশে। পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমারদের দেশ রয়েছে ৮ নম্বরে। প্রথমে আমেরিকা। হ্যাঁ। পেলের ফুটবল ক্লাব কসমস, ক্রুয়েফের ফুটবল ক্লাব অ্যাজট যে দেশে, সেই দেশের মহিলা ফুটবল দল সার বিশ্বে এক নম্বর। ফিফার তালিকায় ২ হাজার ১৭৪ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আমেরিকা।
দ্বিতীয় স্থানে জার্মানি। পয়েন্ট ২১১৭।
ফ্রান্স তৃতীয় স্থানে। পয়েন্ট ২০৬৮।
ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। পয়েন্ট ২০৬৮।
পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। পয়েন্ট ২০১৪।
স্যুইডেন রয়েছে ষষ্ঠ স্থানে। পয়েন্ট ১৯৯৫।
সপ্তম স্থানে জাপান। পয়েন্ট ১৯৮৩।
আট নম্বরে ব্রাজিল। পয়েন্ট ১৯৭৫
নবম স্থানে দক্ষিণ কোরিয়া। পয়েন্ট ১৯৫২।
কানাডা দশে। পয়েন্ট ১৯৩৮।