জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা (Argentina) ও ব্রাজিল (Brazil) ফুটবল ইতিহাসের অন্যতম সফল দুই দল। তাদের ফুটবল বৈরিতার ইতিহাস বেশ দীর্ঘ। চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ার (Croatia)। টাইব্রেকারে সেই ম্যাচে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেমি ফাইনালে ক্রোয়েশিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনাকে। তবে এবার আর লুকা মদ্রিচের (Luka Modric) দল জিতে মাঠ ছাড়তে পারেনি। বরং ৩-০ ব্যবধানে উড়িয়ে ফাইনালে চলে গিয়েছে লিওনেল মেসির (Lionel Messi) দল। আর এমন জয় সেলিব্রেট করতে গিয়েই ড্রেসিংরুমে সেলেকাওদের কটাক্ষ করল আর্জেন্টিনা। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্প্যানিশ দৈনিক 'মার্কা'-র দাবি, সেমি ফাইনাল জেতার পর ড্রেসিংরুমে এসে সেলিব্রেশনে মাতেন মেসিরা। সেই সেলিব্রেশনের ভিডিয়ো এখন ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের গাওয়া এক গান গাইছে মেসি-আলভারেজরা। এই গানটির প্রতিটি লাইনে রয়েছে ব্রাজিলের প্রতি কটাক্ষ ও খোঁচা। আর্জেন্টাইন ফুটবলে গানটির রয়েছে ব্যাপক পরিচিতি। এর আগেও বিভিন্ন সময়  সেলিব্রেশন করার সময় গানটি গেয়েছে লিওনেল স্কালোনির দল। 


আরও পড়ুন: FIFA World Cup 2022 Semi Final, ARG vs CRO: মদ্রিচদের বিরুদ্ধে চার বছর আগের বদলা নিয়ে ফাইনালে মেসির আর্জেন্টিনা, দিয়েগোকে ছোঁয়ার অপেক্ষা


আরও পড়ুন: Lionel Messi Retirement:: হার-জিত যাই হোক, লুসেল থেকেই আর্জেন্টিনাকে বিদায় জানাবেন, জানিয়ে দিলেন মেসি



গানটির কথাগুলোর বাংলা করলে এমন দাঁড়ায়, 'ব্রাজিলিয়ানরা, কুঁকড়ে যাওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কী হল?/ রিওর দিকে যাত্রা করে কাপটা মেসির জন্য রেখে দিল/ আমরা আর্জেন্টাইনরা, সব সময়ই উজ্জীবিত থাকি/চোখে মাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন/আমরা আর্জেন্টাইন, মারাদোনা ও মালভিনাসকে (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) ভুলে যাইনি/ আমরা এমনই, তোমাদেরও প্রেরণা দিই/আর্জেন্টিনাকে সব জায়গায় অনুসরণ করি।'


'মার্কা'-র আরও দাবি জানিয়েছে, মাঠে দর্শকদের সঙ্গেই গানের দ্বিতীয় অংশটি গেয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেওয়ার শেষে লুসেল স্টেডিয়ামের গ্যালারিতে গানটি গাইতে থাকে সমর্থকরা। অ্যাঞ্জেল ডি মারিয়াকেও সমর্থকদের সঙ্গে এই গানে গলা মেলাতে দেখা যায়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কাপ জেতার পরও এই গানটিই গেয়েছিলেন মেসিরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App