Cristiano Ronaldo, FIFA World Cup 2022: লজ্জার মুহূর্ত! রোনাল্ডোর দিকে জল ছুঁড়লেন এক দর্শক, ভিডিয়ো ভাইরাল

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো। মরক্কোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচেও তাঁকে ছাড়াই দল নামিয়েছিলেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। বেঞ্চে বসেই দলের খেলা দেখেছেন 'সি আর সেভেন'। তাঁর দিকে জল ছোঁড়ার ঘটনাটি ঘটে ম্যাচের বিরতির সময়। সেই সময় ১-০ ফলে এগিয়ে ছিল মরক্কো। 

Updated By: Dec 12, 2022, 08:47 PM IST
Cristiano Ronaldo, FIFA World Cup 2022: লজ্জার মুহূর্ত! রোনাল্ডোর দিকে জল ছুঁড়লেন এক দর্শক, ভিডিয়ো ভাইরাল
ম্যাচের সেই লজ্জাজনক মুহূর্ত। রোনাল্ডোর দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে জল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্ভবত নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকলেন। লেখা ভালো তীব্র অপমানিত হলেন। তিনি এক ও অদ্বিতীয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩৭ বছরের 'বুড়ো' রোনাল্ডোকে পর্তুগালের (Portugal) প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হোক। সেই দাবিতে একাধিক সমর্থক দাবি করেছিল। এবার সেই রাগের বহিঃপ্রকাশ ঘটালেন এক দর্শক। পর্তুগিজ মহাতারকার দিকে জল ছুঁড়ে দিলেন। মরক্কো (Morocco) বনাম পর্তুগাল ম্যাচ চলার সময় এই ঘটনা সবার চোখের সামনে ঘটে যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। সঙ্গে সঙ্গে অবশ্য সেই ব্যক্তিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো। মরক্কোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচেও তাঁকে ছাড়াই দল নামিয়েছিলেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। বেঞ্চে বসেই দলের খেলা দেখেছেন 'সি আর সেভেন'। তাঁর দিকে জল ছোঁড়ার ঘটনাটি ঘটে ম্যাচের বিরতির সময়। সেই সময় ১-০ ফলে এগিয়ে ছিল মরক্কো। 

আরও পড়ুন: Virat Kohli on Ronaldo: কাপ যুদ্ধ থেকে বিদায় নিলেও রোনাল্ডোই 'সর্বকালের সেরা', লিখলেন সিংহাসনচ্যুত বিরাট

আরও পড়ুন: Cristiano Ronaldo, FIFA World Cup 2022: ২০২৬-এর বিশ্বকাপে খেলবেন? রোনাল্ডোর রহস্যময় পোস্টে বাড়ল জল্পনা!

আরও পড়ুন: Neymar Jr, FIFA World Cup 2022: কোন মারাত্মক অপরাধ করে ফের বিতর্কে জড়ালেন নেইমার? জানতে পড়ুন

আরও পড়ুন: FIFA World Cup 2022: আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা ড্যানিয়েল ওরসাতো সেমিতে মেসি-মদ্রিচদের সামলাবেন, দেখে নিন বায়োডেটা

বিরতির সময় মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রোনাল্ডো। তখনই আচমকা স্টেডিয়াম থেকে এক ব্যক্তি বোতল খুলে তাঁর দিকে জল ছুঁড়ে দেন। ব্যাপারটি খেয়াল করলেও ওই ব্যক্তিকে কিছুই বলেননি পর্তুগিজ মহাতারকা। তবে সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে আসেন নিরাপত্তারক্ষীরা। রোনাল্ডোর দিকে জল ছোঁড়ার অপরাধে তাঁকে বের করে দেওয়া হয়। তবে সেই ব্যক্তির বিরুদ্ধে আরও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেটা অবশ্য জানা যায়নি।  

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করে নতুন রেকর্ডের মালিক হয়েছিলেন রোনাল্ডো। টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছিলেন পর্তুগালের অধিনায়ক। তবে এরপর থেকে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি। নক আউট পর্ব থেকে আর দলে সুযোগ পাননি। মরক্কোর কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানতে হয় পর্তুগালকে। ফলে টানেলে চোখের জলে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাঁর। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.