দল বদলে চমক দিল এটিকে! কলকাতায় ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণা
তাঁর পূর্বপুরুষরা কলকাতা ছেড়ে ফিজিতে চলে গিয়েছিলেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে সেই শহরেই ফিরছেন রয় কৃষ্ণা।
নিজস্ব প্রতিবেদন : দল বদলের বাজারে চমক দিল আইএসএলে কলকাতার দল এটিকে। অস্ট্রেলিয়া লিগের সর্বোচ্চ গোলদাতা রয় কৃষ্ণাকে সই করাল কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
Official | Roy Krishna is #AamarBukeyATK #BanglaBrigade #BoloKrishnaaaaaKrishnaaaaa pic.twitter.com/Uf6RQaYe6e
— ATK (@ATKFC) June 18, 2019
সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার এ লিগে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন ফিজির জাতীয় দলের স্ট্রাইকার। এ-লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হন ২৭ ম্যাচে ১৯টি গোল করা এই স্টাইকার। কোরিয়ার লিগে অফার থাকলেও শেষ পর্যন্ত গোলমেশিন বেছে নেন এটিকে-কেই।
140 years ago my ancestors came to Fiji from Kolkata, India in search of better opportunities. Today marks the start of a similar journey as I join @ATKFC
in the Hero India Super League to go back to where it all began. #aamarbukeyatk pic.twitter.com/JHjeTS3tMS— Roy Krishna (@RoyKrishna21) June 18, 2019
আইএসএলে কলকাতা দলে যোগ দেওয়ার পর কৃষ্ণা লেখেন, ১৪০ বছর আগে তাঁর পূর্বপুরুষরা কলকাতা ছেড়ে ফিজিতে চলে গিয়েছিলেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে সেই শহরেই ফিরছেন রয় কৃষ্ণা।
আরও পড়ুন - অনুষ্কা নয়, বিরাটকে জড়িয়ে ধরলেন এই বলিউডি অভিনেত্রী!