প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার রাশিয়ায়, আশাবাদী অশ্বিন

খোদ প্রেসিডেন্ট পুতিনের মেয়ের উপর প্রয়োগ করা হয়েছে সে ভ্যাকসিন। মনের জোর বেড়েছে সারা বিশ্বের। 

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 12, 2020, 01:55 PM IST
প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার রাশিয়ায়, আশাবাদী অশ্বিন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: মারণ ভাইরাস  গোটা বিশ্বজুড়ে আতঙ্ক গ্রাস করেছে। বিশ্বমারীর সময়ে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে চমকে দিয়েছে পুতিনের দেশ। এমন আবিষ্কারে আশায় বুক বাঁধছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।

 

রাশিয়া তৈরি করে ফেলেছে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক। ছাড়পত্র দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রক। খোদ প্রেসিডেন্ট পুতিনের মেয়ের উপর প্রয়োগ করা হয়েছে সে ভ্যাকসিন। মনের জোর বেড়েছে সারা বিশ্বের।  আশাবাদী অশ্বিনও।

রাশিয়াকে অভিনন্দন জানিয়ে টুইটারে অশ্বিন লিখলেন, "করোনার প্রথম ভ্যাকসিন বেরিয়ে গিয়েছে। দারুন কাজ করেছে রাশিয়া। এবার ভ্যাকসিন ঠিকঠাক কাজ করুক, ভালো সময়ের অপেক্ষা করছি..."

আরও পড়ুন - বাংলা ক্রিকেটে ভালো খবর! আইপিএল-এ আকাশ, সায়ন

.