IND VS NZ WTC21 Final: প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গেল

বৃষ্টির সতর্কতা থাকায় আজ এক ঘণ্টা আগে ভারত-ইংল্যান্ড ফাইনাল শুরু হওয়ার কথা ছিল

Updated By: Jun 18, 2021, 07:45 PM IST
IND VS NZ WTC21 Final: প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গেল

নিজস্ব প্রতিবেদন: সাউদাম্পটনের এজিয়েস বোলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC World Test Championship Final) প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেল। শনিবার বৃষ্টির জন্য মাঠেই নামতে পারল না ভারত-নিউজিল্যান্ড। সারাদিন বৃষ্টির দাপুটে ব্যাটিংয়ের সামনে এদিন খেলাই শুরু করা গেল না।

মাঝখানে বৃষ্টি বন্ধ হয়েছিল এবং খেলা শুরুর সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করে আইসিসি। বৃষ্টির সতর্কতা থাকায় আজ এক ঘণ্টা আগে ভারত-ইংল্যান্ড ফাইনাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সাউদাম্পটনে একটা বলও গড়াল না। আগামিকাল ভারতীয় সময় বিকাল তিনটে থেকে ম্যাচ শুরু হবে বলেই টুইটারে জানাল বিসিসিআই।

আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: সাউদাম্পটনে বৃষ্টি থামল, প্রকৃতির কাছে Anushka র অদ্ভুত আবদার!

আগেই জানা গিয়েছিল যে, ম্যাচ ড্র কিংবা টাই হলে যুগ্ম বিজয়ী হবে ভারত ও নিউজিল্যান্ড। নির্ধারিত পাঁচ দিনের (১৮-২২ জুন) মধ্যে কোনও দিন নষ্ট হলে রিজার্ভ ডে (২৩ জুন) থাকবে। তবে নির্ধারিত পাঁচ দিনের খেলায় ম্যাচের নিস্পত্তি না হলে রিজার্ভ ডে-তে খেলা হবে না ফলাফলের জন্য। ড্র হলে ড্র। এই সিদ্ধান্ত ২০১৮ সালের জুন মাসেই নেওয়া হয়ে গিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে। কোনও ভাবে ম্যাচে সময় নষ্ট হলে, রিজার্ভ-ডে কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে ম্যাচ রেফারিরা নিয়মিত সেই আপডেট দুই দলের পাশাপাশি মিডিয়াকেও জানাবে। পঞ্চম দিনের শুরুর এক ঘণ্টা আগে আইসিসি সিদ্ধান্ত নেব আদৌ রিজার্ভ-ডের দিন ম্যাচ গড়াবে কি গড়াবে না!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)