Football Gallery Collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দর্শকভর্তি গ্যালারি! ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল

অপ্রত্যাশিত এক মর্মান্তি দুর্ঘটনার সাক্ষী থাকল কেরলের পোনগোদু ফুটবল মাঠ।

Updated By: Mar 20, 2022, 03:00 PM IST
Football Gallery Collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দর্শকভর্তি গ্যালারি! ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল
ভেঙে পড়ল ফুটবল গ্য়ালারি

নিজস্ব প্রতিবেদন: প্রিয় দলের ফুটবল খেলা দেখতে এসে যে, এমন পরিণতি হবে তা কল্পনাও করতে পারেননি সমর্থকরা! দক্ষিণ কেরলের (North Kerala) মালাপ্পুরাম জেলার ওয়ান্দুরে (Wandoor) ঘটে গেলে এক মর্মান্তিক দুর্ঘটনা! গত শনিবার অভিশপ্ত রাতের সাক্ষী থাকল পোনগোদু ফুটবল মাঠ। (Poongodu football ground) বাঁশের তৈরি দর্শকভর্তি অস্থায়ী গ্যালারি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল!

ভয়াবহ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় কমপক্ষে ২০০ জন আহত। এর মধ্যে অনেক শিশুও রয়েছে। আহতদের অনেকেরই হাত-পা ভেঙে গিয়েছে। যদিও কারোর অবস্থা সঙ্কটজনক নয় কিন্তু পাঁচজনের চোট অত্যন্ত গুরুতর। ওয়ান্দুরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। পুলিস সূত্রের খবর ১০০০-এর ওপর দর্শক এসেছিলেন খেলা দেখতে। রাত ৯টা ৩০ নাগাদ ওই গ্যালারি ভেঙে পড়ে। 

আরও পড়ুন: Lakshya Sen vs Viktor Axelsen: ইতিহাসের দোরগোড়ায় লক্ষ্য সেন! কখন, কোথায় দেখবেন ফাইনাল?

আরও পড়ুন: IPL 2022: 'Shah Rukh Khan-কে দেখলে পাগল হয়ে যাব!' বলছেন KKR ক্যাপ্টেন Shreyas Iyer

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.