অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে ভারতে আসতে পারেন মারাদোনা এবং আইমার
অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের আগে ভারতে আসতে পারেন দিয়েগো মারাদোনা এবং প্যাবলো আইমার। এমনটাই জানিয়েছেন ফিফা কর্তা জ্যামি ইয়ার্জা। বর্তমানে বিশ্বকাপের ভেনুগুলি পরিদর্শনের জন্য ভারতে রয়েছেন তিনি। আগামী সাতাশ তারিখ যুবভারতীতে আসার কথা ইয়ার্জার। ফিফা কর্তা জানিয়েছেন শুধু মারাদোনাই নন অন্যান্য বিশ্বখ্যাত ফুটবলারদেরও যুব বিশ্বকাপের আগে ভারতে আনার ভাবনাচিন্তা করা হচ্ছে।
![অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে ভারতে আসতে পারেন মারাদোনা এবং আইমার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে ভারতে আসতে পারেন মারাদোনা এবং আইমার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/24/81496-maradona24-3-17.jpg)
ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের আগে ভারতে আসতে পারেন দিয়েগো মারাদোনা এবং প্যাবলো আইমার। এমনটাই জানিয়েছেন ফিফা কর্তা জ্যামি ইয়ার্জা। বর্তমানে বিশ্বকাপের ভেনুগুলি পরিদর্শনের জন্য ভারতে রয়েছেন তিনি। আগামী সাতাশ তারিখ যুবভারতীতে আসার কথা ইয়ার্জার। ফিফা কর্তা জানিয়েছেন শুধু মারাদোনাই নন অন্যান্য বিশ্বখ্যাত ফুটবলারদেরও যুব বিশ্বকাপের আগে ভারতে আনার ভাবনাচিন্তা করা হচ্ছে।
আরও পড়ুন জার্মানির জার্সিতে নিজের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখলেন পোডলস্কি
ড্র সহ বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানেও বিশ্ব ফুটবলে কিংবদন্তিদের দেখা যাবে বলে জানিয়েছেন ইয়ার্জা। কয়েকদিন আগে অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপের ড্রয়ে কোরিয়ায় উপস্থিত ছিলেন মারাদোনা এবং তাঁর একদা সতীর্থ আইমার।
আরও পড়ুন কোহলির ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ধরমশালায় কামব্যাক হচ্ছে না সামির