পেলে আজ ৮০, ফুটবল সম্রাট চান না তাঁর জন্মদিন নিয়ে মাতামাতি হোক!

৯৫৮, ১৯৬২, ১৯৭০-ব্রাজিলের জার্সিতে তিন তিনটে বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি পেলে।

Updated By: Oct 23, 2020, 03:28 PM IST
পেলে আজ ৮০, ফুটবল সম্রাট চান না তাঁর জন্মদিন নিয়ে মাতামাতি হোক!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গ্যারিয়াস শহরে জন্মেছিলেন এডিনসন আরনেস্তো দ্য নাসিমেন্তো। গোটা বিশ্ব যাঁকে পেলে নামে চেনে।  

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

O Pelé transformou Brasil e mudou a história do próprio esporte. Não somente a Seleção Brasileira, mas futebol não seria o mesmo sem Pelé. Essa jornada começou há quase 80 anos, com um menino que jogava bola de pés descalços, que no decorrer do seu caminho, ajudou seu país a conquistar três Copas do Mundo. Essa é uma homenagem da Seleção Brasileira, para o Rei do Futebol. Feliz aniversário, Pelé. // Pelé transformed Brazil and changed the history of sport itself. Not just for the Brazilian national team, but all of global football. The game simply would not be the same without Pelé. This journey began almost 80 years ago, with a boy who played barefoot ball, who in the course of his journey, helped his country win three World Cups. This is a tribute from the Brazilian national team to the King of Football. Happy birthday, Pelé.

A post shared by Pelé (@pele) on

 

আজ ফুটবল সম্রাট পেলের জন্মদিন। ৮০-তে পা দিলেন কিংবদন্তি ব্রাজিলিয় ফুটবলার। এই প্রথম তাঁর জন্মদিনে কোনও জাঁকজমক অনুষ্ঠান হচ্ছে না। সাও পাওলোতে তাঁর জন্মদিন কাটবে পরিবারের সঙ্গে। কোনও অতিথি আমন্ত্রিত নেই।

১৯৫৮, ১৯৬২, ১৯৭০-ব্রাজিলের জার্সিতে তিন তিনটে বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি পেলে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গত কয়েক বছর ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় রয়েছেন। জনসমক্ষে খুব একটা আসেন না। ইদানিং চুপচাপ হয়ে গিয়েছেন ফুটবল সম্রাটও। গোটা বিশ্বে অতিমারীর প্রকোপ। তাই তিনিও চান না তাঁর জন্মদিন নিয়ে মাতামাতি হোক।

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব  

.