হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মজিদ বাসকর
গত বছরই ইস্টবেঙ্গলের শতবর্ষের উত্সবে কলকাতায় এসেছিলেন ইরানিয়ান ম্যাজিশিয়ান মজিদ বাসকার।
![হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মজিদ বাসকর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মজিদ বাসকর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/02/278222-majid.jpg)
নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ! হৃদযন্ত্রের সমস্যা! হাসপাতালে ভর্তি আশির দশকের বেতাজ বাদশা মজিদ বাসকার। বৃহস্পতিবার সকালেই বুকে ব্যথা অনুভব করায় ইরানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। মজিদের পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, এখন দু-তিনদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে হাসপাতালে। শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই। এটাই স্বস্তির বিষয়।
গত বছরই ইস্টবেঙ্গলের শতবর্ষের উত্সবে কলকাতায় এসেছিলেন ইরানিয়ান ম্যাজিশিয়ান মজিদ বাসকার। ২০১৯ সালের অগাস্ট মাসে বেশ কয়েকদিন কলকাতায় কাটিয়ে গিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দু'বছর খেলেছিলেন তিনি। তিন দশক আগে লাল-হলুদ জার্সিতে মজিদের খেলা আজও মনে রেখেছেন ইস্টবেঙ্গল সর্মথকরা। তাই তো ইস্টবেঙ্গলের শতবর্ষের উৎসবে মজিদকে ঘিরে আলাদা উন্মাদনা চোখে পড়েছিল। স্বাভাবিকভাবেই তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ময়দান জুড়ে।
আরও পড়ুন - বাংলাদেশের প্রাক্তন বোলিং কোচ এবার ক্যারিবিয়ান ক্রিকেটে বিরাট দায়িত্বে