প্রাক্তন WWE তারকা The Great Khali যোগ দিলেন BJP-তে
রেস্টলিংয়ের রিং থেকে বেরিয়ে রাজনীতির ময়দানে `দ্য গ্রেট খালি`।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ডব্লিউডব্লিউই (WWE) তারকা দলীপ সিং রানা (Dalip Singh Rana) ওরফে 'দ্য গ্রেট খালি' (The Great Khali) যোগ দিলেন বিজেপি-তে (BJP)। বৃহস্পতিবার দুপুর একটায় দিল্লিতে বিজেপি-র সদর দফতরে এসে আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে নাম লেখালেন তিনি ৪৯ বছরের পঞ্জাবের ধিরায়নার বাসিন্দা। কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা জিতেন্দ্র সিং (Jitendra Singh) দলের নতুন সদস্যকে নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, "দ্য গ্রেট খালি আমাদের দলে যোগ দেওয়ায় দেশের তরুণরা অনান্যরা অনুপ্রাণিত হবে।"
আরও পড়ুন: Ajinkya Rahane: 'অস্ট্রেলিয়ায় কিছু সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম, কৃতিত্ব নিয়েছে অন্য় কেউ!'
বিজেপি-তে নাম লিখিয়ে প্রাক্তন তারকা কুস্তিগীর বলেন, "বিজেপি-তে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমি মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজই তাঁকে দেশের সঠিক প্রধানমন্ত্রী বানিয়েছে। আমি ভাবলাম তাঁর শাসনকার্যের অংশ হয়ে দেশের উন্নতির অংশ হয়ে উঠি। বিজেপি-র জাতীয় নীতিই আমাকে অনুপ্রাণিত করেছে এই দলে যোগদান করার জন্য।"
২০০৬ সালে ডব্লিউডব্লিউই-র দুনিয়ায় পা রাখা 'দ্য গ্রেট খালি' ২০০৭ সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (World Heavyweight Championship) জেতেন। ৭ ফুট ১ ইঞ্চির উচ্চতা ও ১৫৭ কেজি উচ্চতা তাঁকে এমনিই বাকি তারকাদের থেকে আলাদা করে দিত। ডব্লিউডব্লিউই-র তাবড় তারকাদের হারিয়ে পঞ্জাব পুত্তর নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যান। এমনকী হলিউডের একাধিক ছবিতে তিনি ক্যামিও চরিত্রেও অভিনয় করেছেন। পাশাপাশি ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো 'বিগ বস'-এও অংশ নেন 'দ্য গ্রেট খালি' । কাজ করেছেন পঞ্জাব পুলিসের সহকারি এসআই পদেও। এবার কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন 'দ্য গ্রেট খালি'।