ভারতীয় ক্রিকেটে ধোনির সাফল্যের ভিতটা সৌরভই তৈরি করে দেন; মন্তব্য প্রাক্তন লঙ্কা অধিনায়কের

আসলে ম্যাচ গড়াপেটার কালো ছায়ায় জর্জরিত ভারতীয় ক্রিকেটকে আলোর পথ দেখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 15, 2020, 06:50 PM IST
ভারতীয় ক্রিকেটে ধোনির সাফল্যের ভিতটা সৌরভই তৈরি করে দেন; মন্তব্য প্রাক্তন লঙ্কা অধিনায়কের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সৌরভ গাঙ্গুলি থেকে এমএস ধোনি। এক অধিনায়ক দায়িত্ব তুলে দেন তাঁর উত্তরসূরির হাতে- এই পরম্পরাই চলে আসছে। ভারত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সাফল্যের সিংহভাগ কৃতিত্ব তাঁ পূর্বসূরী সৌরভ গাঙ্গুলিকেই দিচ্ছেন অনেকেই। সে গৌতম গম্ভীর হোক কিংবা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এবার তাঁদের সুরেই কথা বললেন আর এক প্রাক্তন অধিনায়ক শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাও। তাঁর মতে, ধোনির সাফল্যের ভিতটা সৌরভই তৈরি করে দেন।

 

আসলে ম্যাচ গড়াপেটার কালো ছায়ায় জর্জরিত ভারতীয় ক্রিকেটকে আলোর পথ দেখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেটের পুনরুত্থান হয়। অধিনায়ক হিসেবে অবশ্যই ধোনির সাফল্য সৌরভের থেকে বেশি সন্দেহ নেই। কিন্তু কুমার সাঙ্গাকারার কথায়, "সৌরভ ভারতীয় ক্রিকেটের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছিল। ধোনি সেই লেগেসিকে ধারাবাহিকতা দিয়েছে। সৌরভ বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিল। ধোনি টেস্টে ভারতকে এক নম্বরে তুলে নিয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে ভারতীয় ক্রিকেটের দুই সফল অধিনায়ক।ওদের মধ্যে তুলনা যুক্তিসংগত নয়। ভারতীয় ক্রিকেটের ভিতটা সৌরভ তৈরি করে দিয়েছিল, আর ধোনি সেটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। "

আরও পড়ুন - বর্ণবৈষম্যের প্রতিবাদে এবার উত্তাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট!

.