নিজস্ব প্রতিবেদন : শুক্রবার গোয়ার মাটিতে আইএসএলের ঐতিহাসিক ডার্বি। সুপার লিগের ইতিহাসে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় একে-অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নামবে কলকাতার দুইপ্রধান। মহাযুদ্ধে নামার আগে দুই শিবিরের বিদেশি কোচই ডার্বির বাড়তি চাপের ভুগতে নারাজ। একইসঙ্গে সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাচ্ছেন রবি ফাউলার এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শুক্রবার ডার্বির হার্ডেল টপকানো বোধ হয় বেশি চ্যালেঞ্জিং লিভারপুলের গোলমেশিন তথা এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ রবি ফাউলারের কাছে। তবে তিনি চাপ নিচ্ছেন না। ম্যাচের আগের দিন তো বলেই দিলেন, "ডার্বি মানে বিশাল ব্যাপার। ফুটবলার সমর্থক সবার কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক। এইধরনের ম্যাচে ফুটবলারদের বুদ্ধি কাজে লাগাতে হয়। আবেগে ভেসে গেলে সর্বনাশ।"
ডার্বি দিয়েই সুপার লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এবং রবি ফাউলার। এ প্রসঙ্গে তিনি বলেন, "এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলছি বলে নয়। এটা আমাদের দলের প্রথম ম্যাচ বলেই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ম্যাচ এটা। আমাদের দল ঠিক কেমন তা সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ আর কিছু হতে পারে না।"


 



ডার্বির চাপ নিয়ে তেমন মাথাব্যথা নেই এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের। তিনি বলেন, "আমার দলের ছেলেরা ম্যাচের সময় চাপ নেবে। ম্যাচের আগে বা পরে নয়। কোথায় কী হচ্ছে, কে কী বলছে বা চাইছে সেটা নিয়ে ওদের কোনও মাথাব্যথা নেই। আমারও নেই। চাপ যদি থাকে দুই দলেরই থাকবে। একপেশে ম্যাচ হবে না। ফুটবল ৯০ মিনিটের খেলা।"
অচেনা প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। এনিয়ে হাবাসের স্পষ্ট বার্তা, "কারা আগে খেলেছে বা কারা প্রথম নামছে, সেটা বড় কথা নয়। কারা ভালো ফুটবল খেলবে সেটাই গুরুত্বপূর্ণ । ওরা আগে খেলেনি বলে সেটা ওদের অসুবিধা হতে পারে, আবার আমরা আগে খেলেছি বলে আমাদের সুবিধা হতে পারে- এই ধারণা ভুল।"
প্রতিপক্ষ কোচ সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল হাবাস। দু'বারের আইএসএল জয়ী কোচ বলেন, "কোচদের মধ্যে তো খেলা হয়না। খেলা হবে মাঠে ফুটবলারদের মধ্যে। কোন কোচ কোন দেশের সেটাও গুরুত্বপূর্ণ নয়। ভালো-খারাপ কোচের মধ্যে তফাৎ হয় ঠিকই, তবে এখানে কেউ খারাপ নয়।"



আরও পড়ুন -ISL 2020-21: মনখারাপের মাঝেই কোভিড কালে কাল বাঙালির ফুটবল আবেগের 'হোক কলরব', ঘটি-বাঙালের সাধের বড় ম্যাচ