তারকা স্ট্রাইকার অলিভার জিরুডের চোটে চিন্তায় ফ্রান্স

প্রস্তুতি ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়েছেন অলিভার জিরুড।

Updated By: Jun 11, 2018, 10:33 PM IST
তারকা স্ট্রাইকার অলিভার জিরুডের চোটে চিন্তায় ফ্রান্স
আহত ফ্রান্সের তারকা স্ট্রাইকার অলিভার জিরুড।

নিজস্ব প্রতিবেদন: প্রস্তুতি ম্যাচে গুরুতরভাবে আহত হলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার অলিভার জিরুড। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বল দখলের লড়াইয়ে মাথায় মারাত্ম চোট পান তিনি। বিশ্বকাপে জিরুড খেলতে পারবেন কি না সেই প্রশ্ন উঠে গেছে।

আরও পড়ুন- গানে গানেই শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ, উদ্বোধনী মঞ্চে মধ্যমণি বিশ্বকাপ জয়ী রোনাল্ডো

বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর কপালে। প্রস্তুতি ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়েছেন অলিভার জিরুড। শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ ছিল ফ্রান্সের। দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে ইউএসএর ফুটবলার ম্যাট মিয়াজগার সঙ্গে ধাক্কা খান জিরুড। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দুই ফুটবলার। জিরুডের মাথা থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে। মাঠে দ্রুত ছুটে যান চিকিত্সকরা। তত্ক্ষনাত মাঠের মধ্যেই জিরুডের মাথায় ব্যান্ডেজ করা হয়। তারপর মাঠ থেকে বেরিয়ে যান জিরুড। চোটের যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ল জিরুডের।

আরও পড়ুন- দ্বিতীয়বার বিয়ে করলে হাসিনকে নিমন্ত্রণ করব : শামি

.