ব্যুরো: বাংলার হয়ে প্রজ্ঞান ওঝার পারফরম্যান্স নিয়ে যতই হৈচৈ হোক স্বয়ং সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন তাঁর পাশে। বেশ কিছু কর্তা তাকে বাংলা থেকে তাড়ানোরও পরিকল্পনা করে ফেলেছিলেন। কিন্তু তাদের সেই আশা সম্ভবত পূর্ন হচ্ছে না। এই বাঁহাতি স্পিনার যে আরও একবছর বাংলাতে থেকে যাচ্ছেন তা অনেকটাই পরিস্কার হয়ে গেল সোমবারের বৈঠকে। তাকে সমর্থন করেছেন বাংলা কোচ সাইরাজ বাহুতুলে ও অধিনায়ক মনোজ তেওয়ারি। আরও পড়ুন- বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

                             


সোমবার সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি বৈঠকে বসেছিলেন কোচ সাইরাজ বাহুতুলে ও মনোজ তেওয়ারির সঙ্গে। সৌরভ কোচ এবং অধিনায়ককে নির্দেশ দিয়েছেন টি-টোয়েন্টির জন্য লোকাল ক্রিকেট লিগের ম্যাচের উপর নজর রাখতে।  আরও পড়ুন- মঙ্গলবার টেস্ট জিততে গেলে কী করতে হবে ভারতকে?