ইউরোর নকআউট চ্যালেঞ্জে নামার আগে ফের ইংল্যান্ডকে খোঁচা দিলেন ওয়েলসের গ্যারেথ বেল
ইউরোর নক আউট চ্যালেঞ্জে নামার আগে ফের একবার ইংল্যান্ডকে খোঁচা দিলেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েলস। ব্রিটিশ ঘরানার এই ফুটবল লড়াইয়ের আগে বেল বলছেন,ইংল্যান্ডের আগে থেকে গ্রুপের সেরা দল হিসাবে নক আউটে যাওয়া সবসময়ই নৈতিক জয়। তবে গ্রুপ লিগের পারফরম্যান্স পেছনে ফেলে ওয়েলসের ভাবনায় এখন শুধুই নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচ।
ওয়েব ডেস্ক: ইউরোর নক আউট চ্যালেঞ্জে নামার আগে ফের একবার ইংল্যান্ডকে খোঁচা দিলেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েলস। ব্রিটিশ ঘরানার এই ফুটবল লড়াইয়ের আগে বেল বলছেন,ইংল্যান্ডের আগে থেকে গ্রুপের সেরা দল হিসাবে নক আউটে যাওয়া সবসময়ই নৈতিক জয়। তবে গ্রুপ লিগের পারফরম্যান্স পেছনে ফেলে ওয়েলসের ভাবনায় এখন শুধুই নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচ।
প্রতিপক্ষ সম্পর্কে অনেকটাই জানা টেলর,বেলদের। তবে একে অ্যাডভান্টেজ হিসাবে দেখতে নারাজ রিয়াল তারকা বেল। তারকা মিডফিল্ডার সাফ বলছেন,ইউরোর মত টুর্নামেন্টের নক আউটে কোনও ম্যাচ সহজ হয় না। প্রতিপক্ষের উদেশ্যে হুঁশিয়ারী দিয়ে বেলের হুঙ্কার রাশিয়াকে হারানোর পর তারা অনেকটাই আত্মবিশ্বাসী।