নিজস্ব প্রতিবেদন: কোচের দায়িত্ব কাঁধে নিয়েই ভারতে ফিরছেন গ্যারি কার্স্টেন। তবে ভারতীয় দল নয়, গ্যারি কার্স্টেনকে দেখা যাবে আইপিএল-এ।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কোচ হতে চলেছেন ধোনির অন্যতম 'ফেভারিট' মাস্টারমশাই গ্যারি এমনটাই জানা যাচ্ছে। ইএসপিএন-এর সূত্র অনুযায়ী বিরাট কোহলির দল আরসিবি ইতিমধ্যেই প্রাথমিক কথা সেরে ফেলেছে বিশ্বকাপ জয়ী কোচের সঙ্গে। সব ঠিকঠাক থাকলে পরের মরশুমে বিরাট কোহলি, এবিডি, ক্রিস গেইলদের কোচিং করাতে চলেছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'ভারতেই বিয়ে করেছেন শ্রীরাম, বিরাট কেন বিদেশে গেলেন?' প্রশ্ন বিজেপি নেতার


ডিএনএ সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্যারি আসলেও আরসিবি-তে থাকছেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভিত্তোরি। সেক্ষেত্রে গ্যারি কার্স্টেন হবেন বিরাটদের ব্যাটিং কোচ। ভারতীয় দলে যে দায়িত্ব পালন করছেন সঞ্জয় বাঙ্গার। 


আরও পড়ুন- টকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল লঙ্কা


উল্লেখ্য, ২০১১-তে ভারত বিশ্বকাপ জয়ের পর আইপিএল-এ দিল্লি দলের দায়িত্ব নিয়েছিলেন গ্যারি। তবে পরপর তিনবার আশানুরূপ ফল না হওয়ায় দিল্লির দায়িত্ব থেকে সরতে হয় কার্স্টেনকে। ২০১৫-তে চুক্তি শেষের পর আইপিএল-এ আর দেখা যায়নি তাঁকে। একটা সময় দক্ষিণ আফ্রিকা দলের কোচের পদেও ছিলেন তিনি। তবে তাঁর কোচিংয়ে সেভাবে আলোড়ন ফেলে দেওয়ার মত সাফল্য পায়নি প্রোটিয়ারা। 


গ্যারি কার্স্টেনের সঙ্গে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনের দু'বছরের চুক্তি রয়েছে। এসব 'প্রতিবন্ধকতা' মিটলে হয়ত ফের ভারতীয় সার্ফেসে কোচিং করাতে দেখা যেতে পারে গ্যারি কার্স্টেনকে।