কটকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল লঙ্কা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কটকে। টসে জিতে ভারতের বিরুদ্ধে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রানের লক্ষ্য রাখতে চায় ভারত। 

Updated By: Dec 20, 2017, 07:33 PM IST
কটকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল লঙ্কা

নিজস্ব প্রতিবেদন: টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক, দুই সিরিজেই ভারতের কাছে হারতে হয়েছে সফরকারী দেশ শ্রীলঙ্কাকে। বিরাটের নেতৃত্বাধীন ভারতের কাছে টেস্টে ১-০ ব্যবধানে সিরিজ হারে দীনেশ চান্দিমলের শ্রীলঙ্কা। একদিনের আন্তর্জাতিকে তিন ম্যাচের সিরিজে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের কাছে  ২-১ ব্যবধানে হারে পেরারার লঙ্কা। ধর্মশালা বাদে বাকি দুই ম্যাচে ব্লু ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারেনি এশিয়ান জায়েন্টসরা। এবার টি-টোয়েন্টিতেও লঙ্কান ব্রিগেডকে হেলায় হারাতে প্রস্তুত রোহিত-মহেন্দ্র সিং ধোনিরা। যদিও সব ভুলে ছোট ফর্ম্যাটের ক্রিকেটে দাপট দেখাতে মরিয়া থিরুমানে, দিকভেলা, ম্যাথিউস, পেরারা-রা।    

আরও পড়ুন- আজই শুরু টি-টোয়োন্টি সিরিজ, হোয়াটওয়াশ লক্ষ্যে নামছে 'হিটম্যান' বাহিনী

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কটকে। টসে জিতে ভারতের বিরুদ্ধে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রানের লক্ষ্য রাখতে চায় ভারত। খেলা শুরুর প্রাক পর্বে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও মনে করছেন, ১৭৫ থেকে ১৯০ রানের লক্ষ্যমাত্রার দিকেই এগোবে ভারত। উল্লেখ্য, ব্যাটে নেমে ভারতের জন্য ভাল শুরু করেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। 

.