নিজস্ব প্রতিবেদন:  ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন পদ্ধতি নিয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে ধুয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। বেশ কয়েকটি ইস্যুতে তর্ক হলেও ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে কেন জায়গা হয়নি আম্বাতি রায়ডুর তা নিয়ে প্রসাদকে কার্যত এক হাত নিলেন গৌতি। আর সেই বাকযুদ্ধ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৯  সালের বিশ্বকাপের দল নির্বাচনে বিস্তর গদল ছিল বলে মনে করেন গৌতম গম্ভীর। বিশেষ করে বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গা নিয়ে, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকেই দুষেছেন গৌতি। গম্ভীরের মতে, বিশ্বকাপ দলে আম্বাতি রায়ডুর প্রয়োজন ছিল। তাঁর স্পষ্ট বক্তব্য, "দুই বছর ধরে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গায় দাপটের সঙ্গে খেলা আম্বাতি রায়ডুর সঙ্গে নির্বাচকরা অবিচার করেছেন।" উত্তরে এমএসকে প্রসাদের জবাব,"তিনি ওই দলে অলরাউন্ডারকে সুযোগ দিতে চেয়েছিলেন।"



এবিষয়ে গৌতম গম্ভীর মনে করেন, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সম্পন্ন কোনও ব্যক্তিকে জাতীয় দলের নির্বাচকের আসনে বসানো উচিত্। কারণে আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা যত বেশি হবে তিনি তত ভালো দায়িত্ব নিতে পারবেন।


 


আরও পড়ুন - সৌরভ-জয়ের কুলিং অফ বাঁচাতে আসরে নামল বিসিসিআই