নিজস্ব প্রতিবেদন: জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস (Toni Kroos) আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখলেন। শুক্রবার ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে জানিয়ে দিলেন যে, তিনি আর দেশের হয়ে খেলবেন না। ক্লাব কেরিয়ারে মনোনিবেশ করার পাশাপাশি পরিবারকে আরও বেশি করে সময় দেওয়ার জন্যই অবসরের সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। এমনটাই জানালেন তিনি।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Toni Kroos (@toni.kr8s)

আরও পড়ুন: CFL 2021: অগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ

জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলা ক্রুস ২০১৪ সালে বিশ্বকাপ জেতেন। ডাই ম্যানশ্যাফট-এর হয়ে ১৭টি গোল করেন ও ১৯টি গোলে নিজের অবদান রাখেন। চলতি ইউরোতে ইংল্যান্ডের কাছে হেরেই প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে জার্মানি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেন ক্রুস। ক্রুসের অবসরের পর জার্মান টিম তাঁকে 'ওয়ান অফ দ্য গ্রেটস' বলেই আখ্যা দিয়েছে। ক্রুস নিজেই তাঁর অবসরের বিবৃতিতে লিখে দিয়েছেন যে, তিনি আগেই স্থির করে নিয়েছিলেন যে, ইউরোর পর আর দেশের হয়ে ফুটবল খেলবেন না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Germany's Toni Kroos announces retirement from international football
News Source: 
Home Title: 

UEFA EURO 2020: আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বললেন Toni Kroos

UEFA EURO 2020: আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বললেন Toni Kroos
Yes
Is Blog?: 
No
Section: