অবসর নয়, নিজের পুরনো ক্লাবে ফিরে এলেন বুঁফো
রোনাল্ডোর সঙ্গে এবার খেলতে দেখা যাবে তাঁকে।
নিজস্ব প্রতিবেদন : এক বছর যেতে না যেতেই দলবদল করে ফেললেন জিয়ানলুজি বুঁফো। পিএসজি ছেড়ে ফের নিজের পুরনো ক্লাবে ফিরে এলেন তিনি। জুভেন্টাস জার্সিতে রোনাল্ডোর সঙ্গে এবার খেলতে দেখা যাবে তাঁকে।
Sound @gianluigibuffon #WelcomeBackGigi #JUVEINMILAN #LiveAhead pic.twitter.com/v8KdVxvrsX
— JuventusFC (@juventusfc) July 4, 2019
এক মরশুম প্যারিসে কাটিয়ে ফের ইতালিতে ফিরে এলেন বিশ্বখ্যাত গোলরক্ষক বুঁফো। গত মরশুমেই জুভেন্টাস ছেড়ে ফ্রান্সের বিখ্যাত ক্লাব প্যারি সাঁ জাঁ-তে গিয়েছিলেন তিনি। তখন মনে করা হয়েছিল, এবার হয়তো ফুটবলকে বিদায় জানাবেন ৪১ বছর বয়সী তারকা গোলরক্ষক। কিন্তু সমস্ত জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে নিজের পুরনো ক্লাবের হয়ে নতুন ইনিংস শুরু করলেন বুঁফো।
GIGI, GIGI, GIGI!! #JUVEINMILAN #LiveAhead #WelcomeBackGigi pic.twitter.com/74KVGBBJLI
— JuventusFC (@juventusfcen) July 4, 2019
ইতালির ক্লাবটিতে সতেরো বছর কাটানোর পরেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তাঁর। কেরিয়ারের শেষ লগ্নে এসে ইউরোপ সেরা হওয়াই বুঁফোর এখন একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন - ফুটবলকে বিদায় জানালেন আর্জেন রবেন