এমসিজিতে সেলফি তুললেন ভগবান

মেলবোর্নে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা খেলা দেখতে মাঠে উপস্থিত ক্রিকেট ইশ্বর সচিন তেন্ডুলকার। মাঠে সেলফি তুললেন ভারতের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম ব্যাটসম্যান স্যার সচিন রমেশ তেন্ডুলকার।

Updated By: Feb 22, 2015, 01:21 PM IST
এমসিজিতে সেলফি তুললেন ভগবান

ওয়েব ডেস্ক: মেলবোর্নে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা খেলা দেখতে মাঠে উপস্থিত ক্রিকেট ইশ্বর সচিন তেন্ডুলকার। মাঠে সেলফি তুললেন ভারতের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম ব্যাটসম্যান স্যার সচিন রমেশ তেন্ডুলকার।

 খেলা দেখতে এমসিজিতে উপস্থিত থাকবেন, একথা নিজেই জানিয়ে ছিলেন সচিন। এদিন মাঠে এসে খেলার মাঝে সেলফিও তুললেন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পরেছে সেই ছবি।

২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফিকা ম্যাচে নামার আগে ভারতকে সতর্ক করেছিলেন দ্য লিটল মাষ্টার। স্টেইন, পার্নেল, মর্কেলদের বিধ্বংসী বোলিং  সামলানো যে সহজ কাজ হবে না, তা স্পষ্ট করে দিয়েছিলেন সচিন।

টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধাওয়ানের শতরান ও রাহানের ঝড়ো অর্ধ শতরানে ভারত ৩০০ রানের গন্ডি পেরোয়। দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৮  রানের লক্ষ রেখেছে ভারত।

 

.