KL Rahul, ZIM vs IND : কেন ওপেন করতে গিয়েছিলেন? জানালেন সিরিজ জয়ী অধিনায়ক

KL Rahul, ZIM vs IND : এ দিন ১ রানে আউট হয়ে যান তিনি। কিন্তু কেন এমন পদক্ষেপ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? সেটা ম্যাচের শেষে জানালেন কেএল রাহুল।

Updated By: Aug 20, 2022, 10:31 PM IST
 KL Rahul, ZIM vs IND : কেন ওপেন করতে গিয়েছিলেন? জানালেন সিরিজ জয়ী অধিনায়ক
ফিরে এসে ব্যর্থ কেএল রাহুল। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দারুণ ছন্দে রয়েছেন শুভমন গিল (Subhman Gill)। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের তিনটি একদিনের ম্যাচে যথাক্রমে ৬৪, ৪৩ ও অপরাজিত ৯৮ রান করেছিলেন এই ওপেনার। সেইজন্য 'সিরিজের সেরা' পুরষ্কার পেয়েছিলেন পঞ্জাব তনয়। জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি। ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। তবুও দ্বিতীয় ম্যাচে তাঁকে বসিয়ে ওপেন করতে চলে যান কেএল রাহুল (KL Rahul)। এমন কাণ্ড দেখে হতবাক ক্রিকেট পণ্ডিতরা।  

তবে এতে লাভ হয়নি। কারণ এ দিন ১ রানে আউট হয়ে যান তিনি। কিন্তু কেন এমন পদক্ষেপ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? সেটা ম্যাচের শেষে জানালেন রাহুল। তিনি বলেন, 'এশিয়া কাপ-সহ ভারতের পরবর্তী সিরিজগুলির জন্য প্রস্তুতিই ওপেন করতে গিয়েছিলাম। তবে রান পেলাম না।" আসলে চোটের জন্য আইপিএল-এর পর থেকেই মাঠের বাইরে ছিলেন রাহুল। এশিয়া কাপে সম্ভবত ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন তিনি। এর আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্যই রাহুল জিম্বাবোয়ে সফরে এসেছেন। 

আরও পড়ুন: Virushka : হেলমেট পরে স্কুটিতে সওয়ার, লুকোতে চেয়েও ভাইরাল সেলেব দম্পতি

আরও পড়ুন: ZIM vs IND : কেএল রাহুল ব্যর্থ হলেও, সঞ্জুর ব্যাটে ৫ উইকেটে জিতে সিরিজে নাম লেখাল ভারত

পুরস্কার বিতরণী মঞ্চে রাহুল ফের বলেন, 'আমি ক্রিজে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। কিছু রান করতে চেয়ছিলাম। যদিও সেটা সম্ভব হয়নি। আসলে পরবর্তী টুর্নামেন্টগুলির জন্যই এখান থেকে কিছু রান ও আত্মবিশ্বাস সংগ্রহ করে নিতে চেয়েছিলাম। আশা করি পরের ম্যাচে ক্রিজে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারব।' সুতরাং, রাহুল ইঙ্গিত দিয়ে রাখলেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়ম রক্ষার তৃতীয় একদিনের ম্যাচেও শুভমনকে ওপেনে নাও ফেরানো হতে পারে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.