মনোজ, গৌতমের গম্ভীর প্রত্যাবর্তনে অসিরা দিশাহীন

ভারত সফরটা যে কঠিন হতে চলেছে সেটা বুঝতে পারলেন মাইকেল ক্লার্কের দলের বোলাররা। ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অসি বোলারদের অনভিজ্ঞতাকে সামনে এনে দিলেন এমন দুজন, যারা এখন ফিরে আসার ল়ডাই চালাচ্ছেন। প্রথম জন গৌতম গম্ভীর। যিনি ১১২ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলে টেস্ট দল থেকে বাদ পড়ার `প্রতিবাদ`জানালেন। আর অন্যজন মনোজ তিওয়ারি। চোটের পর জাতীয় দলে ফিরে আসার যিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন। মনোজ ৭৭ রান করে অপরাজিত আছেন। সব মিলিয়ে প্রত্যাবর্তকদের লড়াইয়ে অসি বোলিংকে দিশাহীন দেখাল। দুই প্রধান স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক আর পিটার সিডল কোনও উইকেটই পেলেন না।

Updated By: Feb 16, 2013, 07:09 PM IST

ভারতীয় এ দল-- ৩৩৮/৪ (গম্ভীর-- ১১২, মনোজ-- ৭৭) বনাম অস্ট্রেলিয়া
ভারত সফরটা যে কঠিন হতে চলেছে সেটা বুঝতে পারলেন মাইকেল ক্লার্কের দলের বোলাররা। ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অসি বোলারদের অনভিজ্ঞতাকে সামনে এনে দিলেন এমন দুজন, যারা এখন ফিরে আসার ল়ডাই চালাচ্ছেন। প্রথম জন গৌতম গম্ভীর। যিনি ১১২ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলে টেস্ট দল থেকে বাদ পড়ার `প্রতিবাদ`জানালেন। আর অন্যজন মনোজ তিওয়ারি। চোটের পর জাতীয় দলে ফিরে আসার যিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন। মনোজ ৭৭ রান করে অপরাজিত আছেন। সব মিলিয়ে প্রত্যাবর্তকদের লড়াইয়ে অসি বোলিংকে দিশাহীন দেখাল। দুই প্রধান স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক আর পিটার সিডল কোনও উইকেটই পেলেন না।
লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে গৌতম গম্ভীরের আর আস্থা রাখতে পারেননি জাতীয় নির্বাচকরা ।তাই গম্ভীরকে তাঁরা ছেঁটে ফেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ভারতীয় দল থেকে। এরপরই গম্ভীর টুইটারে জানিয়েছিলেন তিনি পারফর্ম করেই ফের দলে ফিরবেন। আর তাঁর কথার যে নড়চড় হয়নি তার প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে শতরান করে। চেন্নাইয়ে তিন দিনের এই ম্যাচে ওপেনার হিসাবেই নেমেছিলেন গম্ভীর। ভারতীয়-এ দলের অধিনায়ক গম্ভীর ১৬২ বল খেলে ১৩ টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১১২১ রান করেন। স্টার্ক, সিডলদের বিরুদ্ধে গম্ভীরের এই দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টে ভারতীয় দলে ফেরার পথ অনেকটাই প্রশস্থ করল। গম্ভীর, মনোজ তিওয়ারির মত রান পেয়েছেন রোহিত শর্মাও। রোহিত করলেন ৭৭ রান। 

.