সৌরভ গাঙ্গুলি আইসিসি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য: গ্রেম স্মিথ
ভারতীয় ক্রিকেট বোর্ডকে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, ভবিষ্যতে আইসিসি-র নেতৃত্ব দেওয়ার সবরকমের ক্ষমতা রয়েছে সৌরভ গাঙ্গুলির মধ্যে। এবার গাওয়ারের সুরেই সুর মেলালেন আর এক প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও বলে দিলেন , সৌরভ গাঙ্গুলি ICC প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি।
ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এখন প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত। বাংলা ক্রিকেটের সর্বময় কর্তা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এখন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান হিসেবে দেখতে চেয়ে স্মিথ বলেন, "আইসিসি-র প্রধান হিসেবে সঠিক ব্যক্তির বসা অত্যন্ত জরুরি। আমার মনে হয় এরহ জন্য সৌরভ গাঙ্গুলিই যোগ্য ব্যক্তি। "
করোনা পরবর্তী সময়ে আইসিসি-র শীর্ষ পদে সৌরভকে দেখতে চেয়ে ডেভিড গাওয়ারের পর এবার জোরালো সওয়াল করছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথও।
আরও পড়ুন - অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া!