অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া!

যদি দর্শক প্রবেশের অনুমতি না মেলে সেক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করার ব্যাপারে অনুমতি পাওয়ার চেষ্টা করছি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: May 21, 2020, 09:06 PM IST
অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া!

নিজস্ব প্রতিবেদন:  করোনা পরবর্তী সময়ে অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সূত্রে খবর। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক্সিকিউটিভ জ্যাক ফাউল জানান,"BCCI-এর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা SASCOC এবং মন্ত্রীর মাধ্যমে গোটা বিষয়টি আলোচনার চেষ্টা চালাচ্ছি। যদি দর্শক প্রবেশের অনুমতি না মেলে সেক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করার ব্যাপারে অনুমতি পাওয়ার চেষ্টা করছি।"

চলতি বছরেই মার্চ মাসে গোড়ার দিকে ভারতে তিনটে একদিনের ম্যাচের সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ধরমশালায় প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এরপর করোনা আতঙ্কে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি বাতিল করে দেয় বিসিসিআই ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এরপর দেশে ফিরে যান দু প্লেসি-ডি'ককরা। দেশে ফিরে নিয়মমতো ১৪ দিনের কোয়ারেন্টিনেও যান প্রোটিয়া ক্রিকেটাররা। তবে দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটারের করোনা সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি। পরীক্ষার ফলও নেগেটিভ আসে।

 

.