শেষ ওভারে পরপর ৪টে ছক্কা খেয়ে স্টোকস বললেন, 'এটা মনে থাকবে'

অনায়াসে এনাকে 'ম্যাচ কা মুজরিম' বলে দেওয়া যায়। বলে দেওয়া যায় ভিলেন। আঙুল তুলে বলা যায় এই তো এর জন্যই হারতে হল। দেশটার নাম পাকিস্তান হলে হয়তো দেশজুড়ে তার কুশপুতুল জ্বলত। কিন্তু শেষ ওভারে পরপর চারটে ছক্কা দিয়ে বেন স্টোকস ইংল্যান্ডে ভিলেন বনে যাননি। কেউ তাঁর দিকে আঙুল তোলেনি।

Updated By: Apr 4, 2016, 05:11 PM IST
শেষ ওভারে পরপর ৪টে ছক্কা খেয়ে স্টোকস বললেন, 'এটা মনে থাকবে'

ওয়েব ডেস্ক: অনায়াসে এনাকে 'ম্যাচ কা মুজরিম' বলে দেওয়া যায়। বলে দেওয়া যায় ভিলেন। আঙুল তুলে বলা যায় এই তো এর জন্যই হারতে হল। দেশটার নাম পাকিস্তান হলে হয়তো দেশজুড়ে তার কুশপুতুল জ্বলত। কিন্তু শেষ ওভারে পরপর চারটে ছক্কা দিয়ে বেন স্টোকস ইংল্যান্ডে ভিলেন বনে যাননি। কেউ তাঁর দিকে আঙুল তোলেনি।

স্টোকসও ভেঙে পড়েননি। বরং বলছেন, এটা মনে থাকবে। ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার বলছেন, জীবন কখনও সমান যায় না। হয়তো একদিন ঠিক উল্টোটা ঘটবে। মানে ব্রেথওয়েট শেষ ওভারটা করবেন, আর এভাবেই পরপর ছক্কা হাঁকিয়ে তিনি দেশকে বিশ্বকাপ জেতাবেন।

অপেক্ষায় রইলাম স্টোকস। যদি সত্যি এরকম উল্টপূরাণ হয়। তাহলে ক্রিকেটের মত জীবনও জিতবে। স্টোকসের দিকে আলাদা করে নজর থাকবে। শুধু তাঁর এই কথাটার জন্যই। 

 

.