Viswanathan Anand: অবাক কাণ্ড! ১৭ বছরের দাবাড়ুর কাছে হেরে গেলেন পাঁচবারের বিশ্বজয়ী আনন্দ
৪০ মুভের লড়াই। তাতেই চেক মেট আনন্দ। এই মুহূর্তে আনন্দ ও গুকেশের পয়েন্ট ১০। চতুর্থ স্থানে টাই। গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আপাতত গুকেশের পা মাটিতেই। গুকেশ বলে, খেলার শেষে আনন্দ স্যর আমাকে কয়েকটি দরকারি টিপস দেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবাক কাণ্ড হলেও সত্যি! পাঁচবারের গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand) হারলেন কিনা ১৭ বছর বয়সী এক ছেলের কাছে! দাবার (Chess) দুনিয়াতে এমন খবর ভাইরাল হওয়ার পর থেকেই তোলপাড় পড়ে গিয়েছে।
১৭ বছর বয়সী বিশ্বনাথন আনন্দকে উড়িয়ে দিয়ে গুকেশ ডি (Gukesh D) দাবার দুনিয়ায় আলোড়ন ফেলে দিলেন। ২০২৩ সুপার ইউনাইটেড রাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টে (Rapid and Blitz Game) বিশ্বনাথন আনন্দকে হারাল গুকেশ। টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের এই বিস্ময় বালক হারিয়ে দিলেন আনন্দকে।
— Grand Chess Tour (@GrandChessTour) July 7, 2023
আরও পড়ুন: Neymar Controversy: ফের নতুন বিতর্ক! এবার নাইট ক্লাবে মারপিট করে নিজের চাপ বাড়ালেন নেইমার
৪০ মুভের লড়াই। তাতেই চেক মেট আনন্দ। এই মুহূর্তে আনন্দ ও গুকেশের পয়েন্ট ১০। চতুর্থ স্থানে টাই। গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আপাতত গুকেশের পা মাটিতেই। গুকেশ বলে, খেলার শেষে আনন্দ স্যর আমাকে কয়েকটি দরকারি টিপস দেন। আজ ভাল খেলেছি। তাই জিতেছি। এই জয়টা অবশ্যই স্পেশাল। তবে আনন্দ স্যর যে কোনও সময় সমতা ফেরাতে পারেন।
ফ্যাবিয়ানো কারুয়ানা এবং ইয়ান নেপোমনিয়াচতি আপাতত এই টুর্নামেন্টের শীর্ষস্থানে রয়েছেন। দুজনেই ১২ পয়েন্টে দাঁড়িয়ে। তবে দিনের শুরুতে কিন্তু আনন্দ শীর্ষে থেকে শুরু করেছিলেন। পরে তাঁকে ২ পয়েন্ট খোয়াতে হয়।
টুর্নামেন্টের তিন নম্বরে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব ক্রম তালিকায় এক নম্বরে থাকা কার্লসেন ফর্ম ফিরে পেয়েছেন কিছুটা।